Germany Chancellor Vote

প্রথম বার হার, পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটে রক্ষণশীল নেতা মার্জ় জার্মানির চ্যান্সেলর হলেন

গত ফেব্রুয়ারিতে জার্মানির পার্লামেন্টের ভোটে ফ্রেডরিখ মার্জ়ের খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন জোট জয়ী হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ২১:২০
Share:

ফ্রেডরিখ মার্জ়। ছবি: রয়টার্স।

তিন মাস আগে জার্মানির পার্লামেন্টের নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেয়েছিল তাঁর দল। কিন্তু জার্মানির চ্যান্সেলর হওয়ার পথ সহজ হল না খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)-এর প্রধান ফ্রেডরিখ মার্জ়ের। পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেশটাগে সদস্যদের ভোটাভুটিতে প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও দ্বিতীয় পর্বের ভোটে জয়ী হলেন তিনি।

Advertisement

গত ফেব্রুয়ারিতে জার্মানির পার্লামেন্টের ভোটে ফ্রেডরিখ মার্জ়ের খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং খ্রিস্টান সোশ্যাল ইউনিয়নের জোট ২০৮টি আসনে জয়ী হয়েছিল। ভোটের পরে তারা হাত মিলিয়েছিল বিদায়ী শাসকদল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)-র সঙ্গে। ওই নির্বাচনে দু’দল মিলিয়ে ২৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল। কিন্তু মঙ্গলবার বুন্দেশটাগের ৬৩০ জন সদস্যের মধ্যে ৩১০ জন সংসদ সদস্যের ভোট পান মার্জ়। প্রয়োজনীয় ভোটের চেয়ে তিনি ৬ ভোট কম পান। জোটের অন্তত ১৮ জন পার্লামেন্ট সদস্য তাঁকে ভোট দেননি।

এর ফলে দ্বিতীয় দফার ভোটাভুটি অনিবার্য হয়ে পড়ে। তাতে ৩২৫ জন বুন্দেশটাগ সদস্যের সমর্থনে চ্যান্সেলর নির্বাচিত হন মার্জ়। প্রসঙ্গত এ বারের জার্মানির সাধারণ নির্বাচনে ‘অভাবনীয়’ সাফল্য পেয়েছে অতি দক্ষিণপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-ও। তারা ২০ শতাংশ ভোট পেয়ে ১৫১টি আসনে জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। আর বিদায়ী চ্যান্সেলর ওলাফ শোলৎজ়ের দল মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) মাত্র ১৬ শতাংশ ভোট পেয়ে ১২০টিতে জিতে তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দল কখনও এত খারাপ ফল করেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement