Coronavirus

যুদ্ধ পরিস্থিতি ফ্রান্সে, মৃত্যু পাকিস্তানেও

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ জনতার উদ্দেশে জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে প্রত্যেকে ঘরবন্দি থাকুন।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৫:১৫
Share:

ফ্রান্সে সংক্রমণ রুখতে কড়াকড়ি ব্যবস্থা। ছবি: রয়টার্স।

কাল থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল। এ বার ঘরবন্দি ফ্রান্সও। ইটালির পরে ইউরোপে করোনা-পরিস্থিতি ক্রমশ জটিলতর হয়েছে এই দেশেই। নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১২১০। মঙ্গলবার আগামী ৩০ দিনের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউয়ের দেশগুলির মধ্যে যাতায়াত এখনও নিষিদ্ধ হয়নি।

Advertisement

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ জনতার উদ্দেশে জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে প্রত্যেকে ঘরবন্দি থাকুন। ২০ মিনিটের ওই বক্তৃতায় তিনি বলেছেন, ‘‘আপাতত আগামী ১৫ দিন পর্যন্ত চলাফেরায় অত্যন্ত কড়া নিষেধাজ্ঞা চালু হচ্ছে। সামাজিক সব ধরনের সংযোগ এড়িয়ে চলুন। নিয়মের অন্যথা হলে শাস্তি পেতে হবে। একমাত্র অতি প্রয়োজনীয় সফরেই সায় দেওয়া হবে। কারণ দেশে এখন যুদ্ধ-পরিস্থিতি তৈরি হয়েছে।’’ ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী ক্রিস্তোফ কাস্তানে জানিয়েছেন, এখন কেউ বাড়ির বাইরে বেরোলে তাঁকে কারণ দর্শাতে হবে। পরিস্থিতির দিকে নজর রাখতে মোতায়েন করা হয়েছে এক লক্ষ অফিসার। ঘরবন্দি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৩৫ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হবে।

করোনার সঙ্গে যুঝতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। জেনিভার সদর দফতরেই কাজ করেন তাঁর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের জানিয়েছেন, তাঁদের দুই কর্মী অফিস থেকে বাড়ি পৌঁছনোর পরে শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষা করানোর পরে তাঁরা কোভিড-১৯-এ আক্রান্ত বলে জানা যায়। এই দুই কর্মী করোনা-আক্রান্তদের নিয়ে বা ওই ভাইরাস নিয়ে কোনও কাজে সরাসরি যুক্ত ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মোট ২৪০০ কর্মী কাজ করেন।
তবে এখন বেশির ভাগ কর্মীই বাড়ি থেকে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন ক্রিস্তোফ।

Advertisement

করোনা ত্রাস

• বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ১৮২০০০

• মৃত্যু ছাড়াল ৭.৫ হাজার

• ব্রিটেনে ৫০ হাজারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা

• ৮৫ হাজার কোটি ডলারের জরুরি আর্থিক প্যাকেজের প্রস্তাব হোয়াইট হাউসের

ব্রিটেনেও প্রধানমন্ত্রী বরিস জনসন সমালোচনার মুখে পড়ে সামাজিক সংযোগ যত দূর সম্ভব এড়িয়ে চলার কথা বলেছেন। পাব বা রেস্তরাঁ থেকে দূরে থাকা এবং বাড়ি থেকে কাজ করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া আগামী ৩০ দিন বিদেশ সফর থেকে নাগরিকদের বিরত থাকতে বলেছেন বরিস। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অবিলম্বে সত্তরোর্ধ্বদের ১২ সপ্তাহ গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হবে। করোনাভাইরাসে ব্রিটেনের মৃতের সংখ্যা এখন ৭১। ১৫০০ জন পজিটিভ বলে জানা গিয়েছে। তবে অন্তত ৩৫-৫০ হাজার মানুষ করোনা-আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা। তবে স্কুল বন্ধের সিদ্ধান্ত এখনও নেয়নি বরিসের প্রশাসন। পাব, বার এবং রেস্তরাঁও বন্ধ করার জন্য কোনও কড়াকড়ি নেই। সাধারণ মানুষকে বলা হচ্ছে, ওই সব জায়গা এড়িয়ে চলুন। বরিস মেনে নিয়েছেন, করোনা-সঙ্কটে দেশের অর্থনীতি বড়সড় ধাক্কা খেয়েছে। যে সব ব্যবসায় এর প্রভাব পড়েছে, সেগুলিকে অনুদান দিতে দেশের অর্থমন্ত্রী ঋষি সুনক আজই ১২০০ কোটি পাউন্ডের একটি প্যাকেজের কথা ঘোষণা করেছেন।

স্পেনে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা এখন ১১১৭৮। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। গত ২৪ ঘণ্টায় ১৯৮৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে দাবি। রাজধানী মাদ্রিদেই আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। ইরানেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে ২৪ ঘণ্টায় ১১৭৮ জন নতুন করে করোনার কোপে। এর আগে ইরানে ২৪ ঘণ্টায় একসঙ্গে এত জন আক্রান্ত হননি। ইরানে এখন আক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।

এই প্রথম মৃত্যুর খবর এসেছে পাকিস্তান থেকে। সে দেশে ১৯৪ জন কোভিড-১৯ পজিটিভ। পঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যিনি মারা গিয়েছেন, সম্প্রতি তিনি ইরান থেকে এসেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন