International News

‘করোনায় মৃতের সংখ্যায় আমেরিকা নয়, চিনই এক নম্বরে’, দাবি ট্রাম্পের

ট্রাম্পের অভিযোগ, কোভিড-১৯ সংক্রমণে বেজিং সরকারি ভাবে মৃতের সংখ্যা যা বলছে, আদতে তা অনেক বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১১:৩৫
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে। ছবি-রয়টার্স।

নোভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যায় মোটেই শীর্ষে নেই আমেরিকা। এ ব্যাপারে চিনই এক নম্বরে। মৃতের সংখ্যা নিয়ে বেজিংয়ের দেওয়া সরকারি পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করে হোয়াইট হাউসে শনিবার এ কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Advertisement

দিনদু’য়েক আগেই চিনের উহান প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা গণনায় ভুল হয়েছিল। মৃতের সংখ্যা বাড়ানো হয় প্রায় ১ হাজার ৩০০। এর জেরে চিনে এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬০০ হয়েছে বলে বেজিংয়ের তরফে দাবি করা হয়।

এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা শীর্ষে নেই মোটেই। আপনারাও জানেন, চিনই এ ব্যাপারে এক নম্বরে। চিন যে আমাদের খুব ধারেকাছে আছে, তা-ও নয়। আমাদের চেয়ে রয়েছে অনেক এগিয়ে। এটা ওরা (চিন) জানে। আমরাও জানি। জানেন আপনারাও। কিন্তু সে কথা সংবাদমাধ্যমে বলা হচ্ছে না।’’

Advertisement

আরও পড়ুন: ‘হটস্পট’ জেলার মধ্যে ‘কনটেনমেন্ট’ এলাকা সিল করে দিচ্ছে রাজ্য

আরও পড়ুন: করোনা আক্রান্তের মৃত্যু, এসএসকেএমে ৮ চিকিৎসক-সহ ১৪ জন কোয়রান্টিনে

ট্রাম্প প্রশ্ন তোলেন, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি ও স্পেনের মতো দেশগুলিতে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে উন্নত ও সর্বাধুনিক হওয়া সত্ত্বেও সেখানে এই সংক্রমণে যখন বহু মানুষের মৃত্যু হয়েছে ও হচ্ছে, তখন চিনে সেই হার কী ভাবেই বা হতে পারে মাত্র ০.৩৩ শতাংশ?

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, কোভিড-১৯ সংক্রমণে বেজিং সরকারি ভাবে মৃতের সংখ্যা যা বলছে, আদতে তা অনেক বেশি। তাই এ ব্যাপারে চিনের সরকারি পরিসংখ্যানকে ‘বিশ্বাসযোগ্য’ বলে মনে করছেন না আমেরিকার প্রেসিডেন্ট।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন