মক্কা গ্র্যান্ড মসজিদে ক্রেন ভেঙে রাজ্যের এক বাসিন্দা-সহ মৃত ১০৭

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদে ক্রেন ভেঙে পড়ে মারা গেলেন অন্তত ১০৭ জন। এঁদের মধ্যে দু’জন ভারতীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দু’শো জন। হতাহতের বড় অংশই তীর্থযাত্রী বলে আশঙ্কা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৩
Share:

ভেঙে পড়েছে ক্রেন। ছবি: এএফপি।

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদে ক্রেন ভেঙে পড়ে মারা গেলেন অন্তত ১০৭ জন। এঁদের মধ্যে দু’জন ভারতীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দু’শো জন। হতাহতের বড় অংশই তীর্থযাত্রী বলে আশঙ্কা। নিহত দুই ভারতীয়র মধ্যে মনিজা আহমদ (৫৯) আসানসোলের বাসিন্দা।

Advertisement

গ্র্যান্ড মসজিদে বড় ধরনের সংস্কারকার্য চালাচ্ছে সৌদি আরব। মসজিদের চার দিকেই এখন বড় বড় ক্রেন। সেগুলিরই একটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি প্রশাসন।

দুর্ঘটনার কিছু ক্ষণ আগে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রকের টুইটারে জানানো হয়, ‘ভারি বৃষ্টিতে সংস্কারের কাজে সমস্যা হচ্ছে।’ পোস্ট করা হয় অনবরত বজ্রপাতের ছবিও। আর এর কিছু ক্ষণ পরেই ভেঙে পড়ে দানবীয় ক্রেনগুলির একটি। গ্র্যান্ড মদজিদের মুখপাত্র আহমদ বিন মহম্মদ অল মনসুরি বলেন, “প্রবল ঝড় এবং বৃষ্টিতে স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ ক্রেনের কিছুটা অংশ ভেঙে পড়ে।” কয়েক দিন পরেই হজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে যোগ দিতে লক্ষাধিক মানুষ এখানে আসেন। সেই সময়ে যদি দুর্ঘটনা ঘটত, তা হলে মৃতের সংখ্যা আরও বাড়ত বলে আশঙ্কা করছে প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সক্কার গভর্নর যুবরাজ খালেদ অল ফয়জল।

Advertisement

হজে গিয়ে ফেরা হল না আসানসোলের মনিজার

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয়র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, “গ্র্যান্ড মসজিদের দুর্ঘটনায় দুই ভারতিয়র মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন ভারতীয়। এঁদের মধ্যে ১১ জন হজ কমিটির। পরিস্থিতির উপর নজর রাখতে জেড্ডায় ভারতীয় দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন