International

আমেরিকায় নাইট ক্লাবে দুই বন্দুকবাজের হানা! হত ১, জখম অন্তত ৩০

এ বার ভিড়ে ঠাসা জমজমাট নাইট ক্লাবে অতর্কিত হানাদারির ঘটনা ঘটল আমেরিকার সিনসিনাটিতে।নাইট ক্লাবে হঠাৎ ঢুকে পরে দুই বন্দুকবাজ গুলি চালাতে শুরু করায় এক জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। গুরুতর জখম হন জনাতিরিশেক মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১৭:০৩
Share:

সিনসিনাটির সেই নাইট ক্লাব।

এ বার ভিড়ে ঠাসা জমজমাট নাইট ক্লাবে অতর্কিত হানাদারির ঘটনা ঘটল আমেরিকার সিনসিনাটিতে।

Advertisement

নাইট ক্লাবে হঠাৎ ঢুকে পরে দুই বন্দুকবাজ গুলি চালাতে শুরু করায় এক জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। গুরুতর জখম হন জনাতিরিশেক মানুষ।

পুলিশ জানাচ্ছে, শনিবার রাত দেড়টা নাগাদ সিনসিনাটির ক্যামিও নাইট ক্লাবে হঠাৎ ঢুকে পড়ে দুই বন্দুকবাজ। তার পরেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কেন এই ঘটনা ঘটাল বন্দুকবাজরা, জানা যায়নি। আহতদের মধ্যে কয়েক জন নিজেরাই ছুটে যান হাসপাতালে। বাকিদের পরে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement

আরও পড়ুন- মসুলে বিমান হানায় শয়ে শয়ে নিরীহের মৃত্যু, কবুল আমেরিকার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement