Bangladesh Situation

ককটেল হামলা বা গাড়িতে অগ্নিসংযোগ করতে দেখলেই গুলি চালান! হাসিনাকে নিয়ে রায়ের আগে নির্দেশ ঢাকা পুলিশের

গত কয়েক দিন ধরেই ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়িতে, বাসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণের অভিযোগও উঠে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২০:২৫
Share:

বাংলাদেশের পুলিশবাহিনী। — ফাইল চিত্র।

সোমবার শেখ হাসিনাকে নিয়ে রায় জানাবে বাংলাদেশের আদালত (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)। তার আগে সতর্ক ঢাকা পুলিশ। কোথাও সাধারণ মানুষ বা পুলিশের উপর ককটেল হামলা বা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছে ঢাকা পুলিশ। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মুহাম্মদ সাজ্জাত আলী।

Advertisement

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনার বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ (গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলনের সময়ে হত্যাকাণ্ডে)-এর মামলা চলছে। সোমবার ওই মামলার রায় ঘোষণা হবে। ওই দিনই বাংলাদেশ জুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। তার আগে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখছে বাংলাদেশ পুলিশও।

বস্তুত, গত কয়েক দিন ধরেই ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়িতে, বাসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণের অভিযোগও উঠে এসেছে। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের একাংশের তৈরি রাজনৈতিক দল এনসিপি-র দলীয় কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে ঢাকায়। গত বৃহস্পতিবার হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা করে ট্রাইব্যুনাল। তার কয়েক দিন আগে থেকে এই ধরনের ঘটনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। রবিবার সকালেও ঢাকার রাস্তায় ককটেল বিস্ফোরণে এক জন জখম হয়েছেন।

Advertisement

এ অবস্থায় দুষ্কৃতীদের সতর্ক করে দিল ঢাকা পুলিশ। ‘প্রথম আলো’কে ঢাকার পুলিশপ্রধান বলেন, “যাঁরা মানুষ এবং পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা এবং যানবাহনে আগুন দেবেন, আইনসম্মত ভাবেই তাঁদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একাধিক পুলিশকর্তা ‘প্রথম আলো’কে জানান, সরকারি ভবন, ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে হামলা বা অগ্নিসংযোগের চেষ্টা হলে তা প্রতিহত করতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন কমিশনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement