ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
আগেই জানা গিয়েছিল আগামী ৭ অগস্ট (বৃহস্পতিবার) থেকে কার্যকর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক। ওই দিন থেকেই আমেরিকায় রফতানি হওয়া বিভিন্ন দেশের পণ্যের উপর পূর্বনির্ধারিত শুল্ক আরোপ করতে চলেছে হোয়াইট হাউস। সোমবার পারস্পরিক শুল্ক কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়ও জানিয়ে দিল ট্রাম্প প্রশাসন।
আমেরিকার সীমান্ত এবং সীমান্ত সুরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার নিউ ইয়র্কের ঘড়িতে রাত ১২টা ১ মিনিট হলেই পারস্পরিক শুল্ক কার্যকর হয়ে যাবে। তার আগে পর্যন্ত আমেরিকাগামী কোনও পণ্যবাহী জাহাজে পণ্য তোলা হলে পারস্পরিক শুল্ক দিতে হবে না।
প্রথম বার আমেরিকার প্রেসিডেন্ট হয়েই দুই পড়শি দেশ মেক্সিকো এবং কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি করেছিলেন ট্রাম্প। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মেক্সিকোর সঙ্গে আলোচনা চলার জন্য তাদের আরও ৯০ দিন সময় দিচ্ছেন তিনি। কানাডার পণ্যে অবশ্য শুল্কের পরিমাণ বাড়িয়ে ৩৫ শতাংশ করেন তিনি। তবে দুই দেশের সঙ্গে আমেরিকার মুক্ত বাণিজ্যচুক্তি অনুযায়ী খাদ্যদ্রব্য, বস্ত্র, ওষুধ ত্রাণসামগ্রী হিসাবে রফতানি করা হলে, এই পণ্যগুলির উপর কোনও শুল্ক প্রযুক্ত হবে না।
বিশ্বের যে সমস্ত দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যঘাটতি (আমেরিকা থেকে রফতানি হওয়া পণ্যের তুলনায় সংশ্লিষ্ট দেশ থেকে আমদানির পরিমাণ বেশি) রয়েছে, সেই সমস্ত দেশের উপর চড়া হারে পারস্পরিক শুল্ক চাপানোর কথা আগেই জানিয়েছিল আমেরিকা। বৃহস্পতিবার ৬৮টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে আমেরিকায় আমদানি হওয়া পণ্যে কত পারস্পরিক শুল্ক ধার্য করা হচ্ছে, তা প্রকাশ্যে আনা হয়। বুধবারই ট্রাম্প জানিয়েছিলেন, ‘বন্ধু’ ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, তাইল্যান্ডের পণ্যে আরোপ হচ্ছে ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক। বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনামের উপর প্রযুক্ত হচ্ছে ২০ শতাংশ শুল্ক।
‘ব্লুমবার্গ’ জানিয়েছে, পূর্বনির্ধারিত শুল্কহার বজায় থাকলে আমেরিকায় রফতানি হওয়া বিভিন্ন পণ্যে সামগ্রিক শুল্কের হার বেড়ে ১৫.২ শতাংশ হবে, যা ২০২৪ সালের তুলনায় ২.৩ শতাংশ বেশি। তবে পারস্পরিক শুল্কেই শেষ নয়, ‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে আমেরিকায় রফতানি হওয়া ওষুধ, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজের উপরও অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা ঘোষণা করতে পারেন ট্রাম্প।