ইলেক্টোরাল কলেজের ভোটে তিনিই জয়ী। কিন্তু পপুলার ভোটে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী। আর সেই ‘পিছিয়ে পড়া’র ক্ষোভ উগরে দিয়ে আরও এক বার টুইটারে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন ধনকুবের তথা আগামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বললেন, পপুলার ভোটে তাঁকে ‘বেআইনি’ ভাবে হারানোর ছক কষা হচ্ছে। আর সেই ফন্দিতে সামিল হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ!
যদিও যে প্রক্রিয়াকে তিনি অকপটে ‘বেআইনি’ বলে দাবি করছেন, তার পক্ষে প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। পপুলার ভোটে হিলারি ক্লিন্টনের এগিয়ে যাওয়াকে এক হাত নিয়ে তিনি রবিবার টুইট করেন, ‘‘যে লক্ষ লক্ষ মানুষ হিলারির সঙ্গে ষড়যন্ত্র করে বেআইনি ভাবে ভোট দিয়েছেন, তাঁদের ভোট বাতিল করা হলে অনায়াসে ইলেক্টোরালের মতো পপুলার ভোটেও আমিই জিতব!’’ ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ার মতো স্টেটে যেখানে পপুলার ভোটে গো-হারা হেরে গিয়েছেন তিনি, সেই সব স্টেটেই ‘প্রতারণা’র অভিযোগ তুলেছেন ট্রাম্প!