‘দিব্যি দেখতে’, ব্রিজিতে মজলেন ট্রাম্প

তাঁর চোখ ঘুরে বেড়ালো সাদা পোশাক পরা মহিলার শরীর জুড়ে। এক বার নয়, দু’-দু’বার। তার পর ঠোঁটের কোণে একপেশে হাসি নিয়ে বললেন ‘‘বাহ! আপনার শরীরের গড়ন তো বেশ সুন্দর।’’

Advertisement

ওয়াশিংটন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০৪:০০
Share:

হাতে-হাত: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে বাস্তিল দিবসের অনুষ্ঠানে। এএফপি

Advertisement

তাঁর চোখ ঘুরে বেড়ালো সাদা পোশাক পরা মহিলার শরীর জুড়ে। এক বার নয়, দু’-দু’বার। তার পর ঠোঁটের কোণে একপেশে হাসি নিয়ে বললেন ‘‘বাহ! আপনার শরীরের গড়ন তো বেশ সুন্দর।’’ পরমুহূর্তে আবার ভদ্রমহিলার স্বামীর দিকে ফিরে বললেন, ‘‘দিব্যি চেহারা আপনার স্ত্রীর!’’ অতিথির মুখে এ–হেন প্রশংসা শুনে বাক্‌রুদ্ধ দম্পতি। সোশ্যাল মিডিয়ায় তত ক্ষণে সমালোচনার ঝড়— ‘কূটনৈতিক সহবতের ন্যূনতম পাঠটাও কি নেননি মার্কিন প্রেসিডেন্ট!’

ঘটনাটা কী? সফররত মার্কিন প্রেসিডেন্ট দম্পতির সঙ্গে নেহাতই সৌজন্য-সাক্ষাতের আয়োজন করেছিল ফরাসি সরকার। বিলাসবহুল হোটেলের সান্ধ্য আসরে তাঁদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট। খোশমেজাজেই শুরু হয় কথাবার্তা। যার খানিক পরেই সাদা পোশাক পরিহিতা ব্রিজিতের সামনে গিয়ে ট্রাম্পকে বলতে শোনা যায় —‘‘বাহ্, আপনার শরীরের গড়ন তো খুব সুন্দর!’’ হয়তো ভেবেছিলেন, এই স্তুতি খুশি করবে মাকরঁ দম্পতিকে। তাই ফরাসি প্রেসিডেন্টের দিকে ঘুরে ফের বলে ওঠেন, ‘‘আপনার স্ত্রী সত্যিই খুব আকর্ষণীয়।’’

Advertisement

এই পর্বের গোটা ভিডিও ফরাসি প্রেসি়ডেন্টের ফেসবুক পেজ মারফত রাষ্ট্র হয়ে যায়। কথাবার্তার মাঝে ট্রাম্প যে ভাবে ব্রিজিতের হাত চেপে ধরেছিলেন, বিতর্ক তা নিয়েও। ৬৫ ছুঁইছুঁই ব্রিজিত ও তাঁর ২৫ বছরের ছোট স্বামীর প্রেম ও বিয়ে নিয়ে দেশে-বিদেশে সমানেই চর্চা হয়।

প্রেসিডেন্ট হওয়ার আগেই একাধিক বার নারীবিদ্বেষী মন্তব্যে নাম জড়িয়েছে ট্রাম্পের। ২০০৫-এর একটি ফাঁস হওয়া অডিও ক্লিপে যৌন হেনস্থামূলক মন্তব্য করতেও শোনা গিয়েছিল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement