Israel-Palestine conflict

‘অস্ত্র ছাড়ো, নইলে...’! হামাসকে হুমকি দিয়ে শান্তিচুক্তিতে রাজি করিয়েছিলেন ট্রাম্প, পাল্টা কী বলেছিল প্যালেস্টাইনি বাহিনী

ইজ়রায়েল-হামাস শান্তিচুক্তির আগে প্যালেস্টাইনি সশস্ত্র বাহিনীকে কার্যত হুমকিই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১২:১৯
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইজ়রায়েল-হামাস শান্তিচুক্তির আগে প্যালেস্টাইনি সশস্ত্র বাহিনীকে কার্যত হুমকিই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছিলেন, হামাস অস্ত্র না ছাড়লে, ভয়াবহ পরিণতি হবে।

Advertisement

হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেইয়ের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসকে বার্তা দিয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি কথা বলেছিলাম হামাসের সঙ্গে। জিজ্ঞেস করেছিলাম, ‘তোমরা নিশ্চয়ই অস্ত্র ছাড়বে।’ ওরা বলেছিল, ‘হ্যা স্যর, আমরা অস্ত্রত্যাগ করব।’ এটাই ওরা বলেছিল।’’

ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে রাজি হয়েছে ইজ়রায়েল এবং হামাস। তার প্রথম শর্তই হল, দু’পক্ষই অস্ত্র ত্যাগ করে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে শান্তির লক্ষ্যে। তবে ট্রাম্পের হুঁশিয়ারি, হামাস যদি চুক্তি না মানে, তা হলে আমেরিকা অস্ত্র ছাড়তে বাধ্য করবে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘ওরা যদি অস্ত্র না ছাড়ে, আমরা ওদের অস্ত্র কেড়ে নেব।’’

Advertisement

ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার শর্ত মেনে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, বেঁচে থাকা ইজ়রায়েলি পণবন্দিরা ঘরে ফিরেছেন। গত দু’বছরের যুদ্ধে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজ়ায় ফিরে গিয়েছেন ইজ়রায়েল থেকে মুক্তি পাওয়া প্রায় হাজার দু’য়েক প্যালেস্টাইনিও। কিন্তু তার পরেও ভবিষ্যত নিয়ে আশঙ্কা আর অনিশ্চয়তার ভুগছেন গাজ়াবাসীরা। তাঁদের প্রশ্ন, আপাত শান্তির মুখ দেখানো এই সংঘর্ষবিরতি দীর্ঘস্থায়ী হবে তো? ইজ়রায়েল কথা রাখবে তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement