Donald Trump

শুধু আইফোন নয়, স্যামসাংয়ের মোবাইলেও চড়া শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প! শর্ত সেই একটাই

‘অ্যাপ্‌ল’-এর পরে এ বার ‘স্যামসাং’-সহ অন্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওই সংস্থাগুলিকে আমেরিকায় ব্যবসা করতে গেলে আমেরিকাতেই মোবাইল তৈরি করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৩:২৯
Share:

‘স্যামসাং’কেও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘অ্যাপ্‌ল’-এর পরে এ বার ‘স্যামসাং’-সহ অন্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বাইরে তৈরি হওয়া মোবাইল আমেরিকার বাজারে বিক্রি করলে তাদের উপরেও চড়া শুল্কের কোপ পড়তে পারে। ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে এমনটাই আভাস দিয়ে রেখেছেন ট্রাম্প।

Advertisement

‘স্যামসাং’ দক্ষিণ কোরিয়ার একটি বহুজাতিক প্রযুক্তি সংস্থা। আমেরিকার বাজারেও ‘স্যামসাং’-এর মোবাইল বিক্রি হয়। তবে ‘অ্যাপ্‌ল’-এর মতো ‘স্যামসাং’-ও নিজেদের জিনিস মূলত তৈরি করে আমেরিকার বাইরেই। ‘অ্যাপ্‌ল’-এর আইফোন তৈরি হয় ভারতে। ভারতে তৈরি হওয়া আইফোনই আমেরিকায় যায়। এ ছাড়া চিনেও ‘অ্যাপ্‌ল’-এর বিভিন্ন জিনিস তৈরি হয়। ‘স্যামসাং’-এর অবশ্য ‘অ্যাপ্‌ল’-এর মতো চিনের উপর নির্ভরশীলতা নেই। সংবাদ সংস্থা ‘সিএনএন’ সূত্রে খবর, ‘স্যামসাং’-এর মোবাইলের বেশির ভাগই তৈরি হয় ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজ়িলে।

ট্রাম্প চাইছেন, আমেরিকায় এই সংস্থাগুলি যে মোবাইল বিক্রি করবে, তা আমেরিকাতেই তৈরি হোক। আইফোন প্রস্তুতকারী সংস্থা ‘অ্যাপ্‌ল’কে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। সমাজমাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, অন্য দেশে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে তাদের উপর অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। পরে ওভাল অফিস থেকে ট্রাম্প জানান, ‘স্যামসাং’-সহ যে সব মোবাইল প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় নিজেদের জিনিস বিক্রি করে, সকলের উপরই শুল্ক চাপবে। অন্যথায় বিষয়টি আমেরিকার জন্য ‘ন্যায্য’ হবে না বলে মনে করছেন তিনি। যদি স্যামসাং বা অন্য সংস্থাগুলির উপরেও ২৫ শতাংশ শুল্ক চাপবে কি না, তা স্পষ্ট করেননি তিনি। আমেরিকার প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি আমেরিকায় নিজেদের জিনিস তৈরি করলে আর কোনও শুল্ক থাকবে না।

Advertisement

সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, ভারতে আর অ্যাপ্‌লের জিনিস তৈরি না-করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন অ্যাপল কর্ণধার কুককে। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি কুককে বলেছিলেন, “আমি শুনছি আপনি ভারতে জিনিস তৈরি করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস তৈরি করুন...। আমি টিমকে বলেছি, আমরা আপনাদের সঙ্গে ভালই ব্যবহার করছি। বছরের পর বছর ধরে আপনারা চিনে যে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন, তা আমাদের পছন্দ নয়। ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে এবং তারা বেশ ভাল ভাবেই চলছে।”

যদিও ‘অ্যাপ্‌ল’ প্রসঙ্গে ট্রাম্পের ওই মন্তব্যের পর সংবাদ সংস্থা পিটিআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল, ভারতে বিনিয়োগের বিষয়ে অ্যাপ্‌লের আগে যা পরিকল্পনা ছিল, তা-ই রয়েছে। অ্যাপ্‌লের জিনিস তৈরির জন্য অন্যতম বড় উৎপাদনকেন্দ্র হিসাবে ভারতকেই পছন্দ করে এই আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement