International News

ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্প, জাপানেও জারি সুনামি সতর্কতা, কম্পনের মাত্রা ৭.৫

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, দু’টি কম্পন হয়েছে। ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

জাকার্তা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্প। ইন্দোনেশিয়া এবং জাপানে জারি হল সুনামি সতর্কতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। অন্তত এক জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন।

Advertisement

শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রস্থল সুলাওয়েসি দ্বীপ। কিছুক্ষণের মধ্যেই সুনামি সতর্কতা জারি করে উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয় বাসিন্দাদের।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে প্রথমে জানিয়েছিল, কম্পনের মাত্রা ৭.৭। তবে পরে জানানো হয়, রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার কম্পন ধরা পড়েছে। ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপানেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

Advertisement

ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া। মাঝেমধ্যেই কেঁপে উঠে এই দ্বীপ রাষ্ট্র। ২০০৪ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং তার জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে। সব দেশ মিলিয়ে দু’লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল এক লক্ষ ২০ হাজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন