International news

তাইওয়ানে ভূকম্প, হেলে পড়ল হোটেল, আটকে বহু

ভিতরে আটকে রয়েছেন একাধিক মানুষ। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৬.৪।

Advertisement

সংবাদ সংস্থা

তাইওয়ান শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪০
Share:

ভূমিকম্পে হেলে পড়েছে হোটেল। মঙ্গলবার তাইওয়ানের হুয়ালিয়েন শহরে। ছবি: টুইটার।

তাইওয়ানের পূর্ব উপকূলে হুয়ালিয়েন শহরে ভূকম্পে হেলে পড়ল একটি হোটেল। এক দিকে বিপজ্জনক ভাবে কাত হয়ে রয়েছে সেটি। ভিতরে আটকে রয়েছেন একাধিক মানুষ। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৬.৪। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ এই ভূকম্প হয়।

Advertisement

তাইওয়ান পুলিশ সূত্রে খবর, উদ্ধারকারীরা ইতিমধ্যেই ওই হোটেলে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। এখনও পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর। তবে ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন।

পুরো হোটেলের বৈদ্যুতিক সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে। তাই উদ্ধারকার্যে কিছুটা অসুবিধা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে ভিতরে আটকে পড়া মানুষেরা মোবাইলের আলো জ্বেলে উদ্ধারকারীদের তাঁদের অবস্থান জানানোর চেষ্টা করছেন।

Advertisement

আরও পড়ুন: মলদ্বীপে সেনা পাঠাক ভারত, অনুরোধ প্রাক্তন প্রেসিডেন্ট নাশিদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন