মৃত্যুদণ্ডই রইল মুরসির

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মহম্মদ মুরসির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখল মিশরের একটি আদালত। একই ঘটনায় মুসলিম ব্রাদারহুডের তিন নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ওই আদালত। ২০১১-য় জেল ভাঙার অপরাধে মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ মুরসিকে গত মার্চ মাসেই মৃত্যুদণ্ড দিয়েছিল এক অপরাধ-দমন আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

কায়রো শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০২:২১
Share:

হতাশ মুরসি। মঙ্গলবার কায়রোয়। ছবি: এএফপি।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মহম্মদ মুরসির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখল মিশরের একটি আদালত। একই ঘটনায় মুসলিম ব্রাদারহুডের তিন নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ওই আদালত।

Advertisement

২০১১-য় জেল ভাঙার অপরাধে মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ মুরসিকে গত মার্চ মাসেই মৃত্যুদণ্ড দিয়েছিল এক অপরাধ-দমন আদালত। ওই রায়ের জেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মুরসি সমর্থকেরা। ক্ষমতায় থাকাকালীন বিক্ষোভকারীদের গ্রেফতার ও নির্যাতনের দায়ে তাঁকে ২০ বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়। আজ এই দু’টি রায়ই বহাল রেখেছে আদালত।

২০১১ সালে মিশরের তিনটি জেল থেকে পালিয়ে গিয়েছিল ২০ হাজারেরও বেশি কয়েদি। অভিযোগ উঠেছিল, মুরসিই ছিলেন এই গোটা ঘটনার মূল চক্রী। পরে এই বিক্ষোভের জেরেই ক্ষমতাচ্যুত হন দেশেরতৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারক। আজকের নির্দেশকে প্রহসন বলে ব্যাখ্যা করছেন মুরসির সমর্থকেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন