‘লড়াই চালিয়ে নিয়ে যেতে আপনি-ই আমাদের অনুপ্রেরণা’, সবিতাকে খোলা চিঠি এমার

প্রয়াত চিকিৎসককে শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি একটি পত্রিকায় খোলা চিঠি লিখেছেন হলিউডের নায়িকা এমা ওয়াটসন। হ্যারি পটার সিরিজ়ে ‘হারমায়নি গ্রেঞ্জার’-এর ভূমিকায় অভিনয় করার সুবাদে হলিউডের অত্যন্ত পরিচিত মুখ এমা। রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছা-দূতও তিনি। 

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ০৪:৩৭
Share:

সবিতা হালাপ্পানাভার এবং এমা ওয়াটসন

সবিতা হালাপ্পানাভারকে খোলা চিঠি লিখলেন এমা ওয়াটসন। আয়ারল্যান্ডের গর্ভপাত আইনের শিকার হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সবিতা। সেটা ২০১২ সালের কথা। তার পর অনেক বিক্ষোভ-আন্দোলন করে এ বছর মে মাসে আয়ারল্যান্ডের আইন বদলেছে। সেই আন্দোলনের মুখ ছিলেন সবিতা।

Advertisement

প্রয়াত চিকিৎসককে শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি একটি পত্রিকায় খোলা চিঠি লিখেছেন হলিউডের নায়িকা এমা ওয়াটসন। হ্যারি পটার সিরিজ়ে ‘হারমায়নি গ্রেঞ্জার’-এর ভূমিকায় অভিনয় করার সুবাদে হলিউডের অত্যন্ত পরিচিত মুখ এমা। রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছা-দূতও তিনি।

এমা চিঠিতে লিখেছেন, ‘‘আপনি তো কোনও আন্দোলনের মুখ হতে চাননি। শুধু চিকিৎসার সাহায্যে বাঁচতে চেয়েছিলেন।’’ চিঠি লেখার আগে তিনি সবিতার আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন ও তাঁর বেশ কয়েকটি ভিডিয়ো দেখেছেন বলে জানিয়েছেন এমা। এমার কথায়, ‘‘দেওয়ালির ভিডিয়োয় আপনার নাচ দেখে আমি মুগ্ধ। আর আপনার হাজার ওয়াটের হাসি— সত্যিই ভোলার নয়!’’ চিঠির শেষে এমার মন্তব্য, ‘‘আর্জেন্টিনা বা উত্তর আয়ারল্যান্ডের মতো দেশে এখনও গর্ভপাত অবৈধ। প্রতি বছর সেই আইনের বলি হন হাজার হাজার মেয়ে। সবিতা, এই লড়াই চালিয়ে নিয়ে যেতে আপনি-ই আমাদের অনুপ্রেরণা।’’

Advertisement

আরও পড়ুন: কে সন্ত্রাসবাদী? ভারত-পাক তরজায় উত্তপ্ত রাষ্ট্রপুঞ্জ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন