লঞ্চডুবি, মৃত ১৪

ফের লঞ্চডুবি বাংলাদেশে। বুধবার দুপুর ১২টা নাগাদ বরিশালের বানারিপাড়ার কাছে ‘এমএল ঐশি’ নামে যাত্রিবাহী একটি লঞ্চ ডুবে যায়। ইতিমধ্যেই ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অন্তত ১২।

Advertisement
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩০
Share:

ফের লঞ্চডুবি বাংলাদেশে। বুধবার দুপুর ১২টা নাগাদ বরিশালের বানারিপাড়ার কাছে ‘এমএল ঐশি’ নামে যাত্রিবাহী একটি লঞ্চ ডুবে যায়। ইতিমধ্যেই ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অন্তত ১২। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে ৪০-৫০ জন যাত্রীকে নিয়ে নৌকাটি উজিরপুরের হাবিবপুরের দিকে রওনা হয়। ভাঙনে বিধ্বস্ত দাসেরহাটের একটি ঘাটে লঞ্চটি দাঁড়ালে সেখানে নদীতটের একটি বড় অংশ ভেঙে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি এক দিকে হেলে পড়ে। নদীর স্রোতে লঞ্চটি ক্রমশ তলিয়ে যেতে শুরু করে। সেখানে উপস্থিত এক মহিলার দাবি, লঞ্চটি ঘাটে পৌঁছনোর পরে সাত-আট জন নামতে পেরেছিল। তার পরেই দুর্ঘটনাটি ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement