Fire Alert in Plane

উড়ানের আগে বিমানে বেজে উঠল ‘ফায়ার অ্যালার্ম’! আপৎকালীন দরজা দিয়ে ঝাঁপ যাত্রীদের, আহত ১৮

পালমা দ্য মালোরকা বিমানবন্দর থেকে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে ওড়ার কথা ছিল বোয়িং ৭৩৭ বিমানটির। তখনই এই বিপত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:০৭
Share:

বিমান থেকে বার করা হচ্ছে যাত্রীদের। ছবি: ভিডিয়ো থেকে।

উড়ানের আগে বিমানে বেজে ওঠে আগুন লাগার অ্যালার্ম। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। কয়েক জন যাত্রী আবার আপৎকালীন দরজা দিয়ে বিমানের ডানায় উঠে ঝাঁপ দেন। এর ফলে আহত হয়েছেন ১৮ জন। শনিবার স্পেনের পালমা দ্য মালোরকা বিমানবন্দর থেকে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে ওড়ার কথা ছিল বোয়িং ৭৩৭ বিমানটির। তখনই এই বিপত্তি।

Advertisement

শনিবার রাতে রায়ানএয়ারের বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল। সে সময় আচমকা বেজে ওঠে ‘ফায়ার অ্যালার্ম’। বিমান কর্মীরা আপৎকালীন দরজা দিয়ে যাত্রীদের বার করতে থাকেন। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েক জন যাত্রী আপৎকালীন দরজা খুলে বেরিয়ে বিমানের ডানায় উঠে পড়েন। তার পর সেখান থেকে ঝাঁপ দেন। স্পেনের আঞ্চলিক আপৎকালীন দফতর জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। ছ’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংবাদ সংস্থা ‘আরব টাইমস’ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ এবং চারটি অ্যাম্বুল্যান্স। যদিও তার আগেই আতঙ্কে ঝাঁপ দেন কয়েক জন যাত্রী। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, কারণ ছাড়াই বিমানের ‘ফায়ার অ্যালার্ম’ বেজে উঠেছিল। যাত্রীদের বিমান থেকে বার করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। স্থগিত হয় উড়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement