ব্রিটেনের এয়ার স্ট্রাইক।
সৌদি আরব, আমেরিকার পরে এ বার আফ্রিকার দেশ ইয়েমেনের গৃহযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, তাদের টাইফুন যুদ্ধবিমান লোহিত সাগরে মোতায়েন মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ ভাবে হুথি বিদ্রোহীদের ডেরায় হামলা চালিয়েছে।
বিবিসি প্রচারিত খবর জানাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনেই প্রথম বার ইয়েমেনের গৃহযুদ্ধে অংশ নিল ‘রয়্যাল এয়ারফোর্স’। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি একটি বিবৃতিতে বলেছেন, ‘‘আমাদের অভিযান সফল হয়েছে।’’ প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের হামলা এবং তার জবাবে গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথি ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির উপর।
এর পাশাপাশি, ইজ়রায়েল ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হামলার জবাবে আমেরিকা এবং ইজ়রায়েল ড্রোন, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায়। পাশাপাশি, সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকার শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে স্থল অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজ়বুল্লার থেকেও হুথি বিদ্রোহীরা অর্থ এবং অস্ত্রসাহায্য পায় বলে অভিযোগ।