Students

গরমে ক্ষতি দেশের ৫ কোটি পড়ুয়ার

ইউনিসেফ একটি রিপোর্টে বলেছে, জলবায়ুর নানা অবস্থার জেরে ২০২৪ সালে ৮৫টি দেশের অন্তত ২৪.২ কোটি পড়ুয়ার স্কুলের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৮:৩৪
Share:

স্কুলশিক্ষায় ব্যাঘাত ঘটেছে পাঁচ কোটি ভারতীয় পড়ুয়ার। প্রতীকী চিত্র।

২০২৪ সালকে উষ্ণতম বছর বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংস্থা ডব্লিউএমও, নাসা-সহ একাধিক প্রতিষ্ঠান। এ বার রাষ্ট্রপুঞ্জেরই সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালে তাপপ্রবাহের জেরে স্কুলশিক্ষায় ব্যাঘাত ঘটেছে পাঁচ কোটি ভারতীয় পড়ুয়ার। ইউনিসেফ একটি রিপোর্টে বলেছে, জলবায়ুর নানা অবস্থার জেরে ২০২৪ সালে ৮৫টি দেশের অন্তত ২৪.২ কোটি পড়ুয়ার স্কুলের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। চিলড্রেন’স ক্লাইমেট রিস্ক ইনডেক্স নামে একটি সূচকের কথা জানিয়ে রিপোর্ট বলেছে, এর নিরিখে ভারত বেশ উপরের দিকে— ১৬৩টি দেশের মধ্যে ২৬ নম্বরে রয়েছে। জলবায়ু, বিশেষ করে তাপপ্রবাহের কারণে স্কুলশিক্ষা ব্যাহত হওয়ার নজির সবচেয়ে বেশি এপ্রিলে। বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ফিলিপিন্স, তাইল্যান্ড মিলিয়ে প্রায় ১১.৮ কোটি স্কুলপড়ুয়াকে এর ফল ভুগতে হয়েছে। এর মধ্যে ভারতের পড়ুয়া পাঁচ কোটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন