India-Pakistan Conflict

চার বিষয় নিয়ে ভারতের সঙ্গে কথা চান শাহবাজ়, বৈঠকের জন্য ‘নিরপেক্ষ’ স্থানের নামও প্রস্তাব করলেন পাক প্রধানমন্ত্রী

চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার জন্য ‘নিরপেক্ষ’ দেশের নামও প্রস্তাব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৩২
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।

চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। বুধবার সে দেশের সাংবাদিকদের এমনটাই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার জন্য ‘নিরপেক্ষ’ দেশের নামও প্রস্তাব করেছেন তিনি।

Advertisement

পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, বুধবার শাহবাজ় বলেন, “ভারতের সঙ্গে কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ— এই চারটি মূল বিষয়ের উপর আলোচনা হবে।” তিনি জানান, ভারত কেবল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও, তারা এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনড় থাকবেন। মনে করা হচ্ছে, জল বলতে শাহবাজ় সিন্ধু জলবণ্টন চুক্তির দিকে ইঙ্গিত করতে চেয়েছেন। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি স্থগিত রাখে ভারত। দুই দেশের সংঘর্ষবিরতি হওয়ার পরেও এখনও এই চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহার করেনি নয়াদিল্লি।

ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা চিনে হতে পারে কি না, এই প্রশ্নের উত্তরে শাহবাজ় বলেন, “ভারত কখনও এতে রাজি হবে না।” এই সূত্রে পাক প্রধানমন্ত্রী জানান, সৌদি আরবে এই দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সে ক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ায় আসতে সম্মত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

Advertisement

সম্প্রতি পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয় শাহবাজ় শরিফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই প্রসঙ্গে বুধবার শাহবাজ় বলেন, “সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে বসানোর সিদ্ধান্ত একান্তই আমার।” তবে এই বিষয়ে দাদা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে জানিয়েছেন শাহবাজ়। প্রসঙ্গত, এর আগে পাক সেনাপ্রধানের মেয়াদবৃদ্ধির বিরোধিতা করেছিলেন নওয়াজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement