International News

কেটের অর্ধনগ্ন ছবি প্রকাশের জরিমানা ১ লক্ষ ইউরো!

খুশির সেই খবরের আবহেই এ বার জয় এল পাঁচ বছরের পুরনো মামলাতেও। ব্রিটিশ রাজ পরিবারের উত্তরাধিকারী ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের অর্ধ নগ্ন ছবি প্রকাশ করায় ১ লক্ষ ইউরো জরিমানা হল ফরাসি সেলিব্রিটি পত্রিকা ‘ক্লোজার’-এর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২০
Share:

ছবি: ফেসবুকের সৌজন্যে।

ফের পরিবারে সুসংবাদ!

Advertisement

কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল, তিনি আবারও সন্তানসম্ভবা। খুশির সেই খবরের আবহেই এ বার জয় এল পাঁচ বছরের পুরনো মামলাতেও। ব্রিটিশ রাজ পরিবারের উত্তরাধিকারী ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের অর্ধ নগ্ন ছবি প্রকাশ করায় ১ লক্ষ ইউরো জরিমানা হল ফরাসি সেলিব্রিটি পত্রিকা ‘ক্লোজার’-এর। এমন নির্দেশই দিল ফ্রান্সের একটি আদালত।

আরও পড়ুন: কেটের ছবি ছেপে বিতর্কে মার্ডকের দৈনিক

Advertisement

ঘটনাটি ২০১২ সালের। স্ত্রী কেটকে নিয়ে দক্ষিণ ফ্রান্সের এক জায়গায় ছুটি কাটাতে গিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। সেই সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় জুম করে উইলিয়াম ও কেটের স্যুইম স্যুট পরা বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলে পাপারাৎজিরা। সেই ছবি প্রকাশিত হয় ‘ক্লোজার’ ম্যাগাজিনে। ছবিগুলির মধ্যে কেটের একটি ‘টপলেস’ ছবিও ছিল।

আরও পড়ুন: ফের মা হচ্ছেন কেট

সেই সময় কেনসিংটন প্যালেসের তরফে এই ঘটনাকে ‘ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের চরম লঙ্ঘন ও অনধিকার হস্তক্ষেপ’ বলে জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গিয়েছিলেন ইউলিয়াম-দম্পতি। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। দাবানলের মতো ছড়িয়ে পড়ে ছবিগুলি। পরে অবশ্য এই ছবিগুলি প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই সময় বহু ব্রিটিশ সংবাদপত্র ওই ছবি প্রকাশ করেনি। কিন্তু, গসিপ পত্রিকা ‘ক্লোজার সেই ‘সুযোগ’ হাতছাড়া করেনি। পরে অবশ্য ইতালির চি, আয়ার্ল্যান্ডের ডেইলি স্টার-ও ছবিগুলি প্রকাশ্যে এনেছিল।

আরও পড়ুন: অবশেষে ম্যাগাজিনের কভারে এলেন ডাচেস অফ কেমব্রিজ

পাঁচ বছর পর মঙ্গলবার সেই মামলার রায় শোনাল প্যারিসের একটি আদালত। পত্রিকার পাশাপাশি ‘ক্লোজার’-এর মালিক ও সম্পাদককেও ৪৫ হাজার ইউরো করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement