সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘরণী মেলানিয়া ট্রাম্পের জন্য পোশাক বানাবেন না বলে জানিয়ে দিলেন ফরাসি পোশাক নির্মাতা সংস্থার কর্ণধার সোফি থ্যালে। প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার বহু পোশাকই সোফির তৈরি। পাশাপাশি অন্যান্য ডিজাইনারদেরও মেলানিয়ার জন্য পোশাক না বানাতে অনুরোধ করেছেন তিনি। আদর্শের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সোফি।