জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশ কুকুর ডিজেল

মারা গেল ফরাসি পুলিশ কুকুর ডিজেল। বুধবার ভোররাত থেকে পুলিশি অভিযানে সেও সামিল হয়। কিন্তু, বেলার দিকে গুলির আঘাতে মৃত্যু হয় সাত বছর বয়সী ডিজেলের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ১৮:৩৮
Share:

প্যারিসের শহরতলিতে জঙ্গি হামলায় শহিদ পুলিশ কুকুর ডিজেল।

মারা গেল ফরাসি পুলিশ কুকুর ডিজেল। বুধবার ভোররাত থেকে পুলিশি অভিযানে সেও সামিল হয়। কিন্তু, বেলার দিকে গুলির আঘাতে মৃত্যু হয় সাত বছর বয়সী ডিজেলের।

Advertisement

প্যারিস হামলার অন্যতম মূল চক্রীকে ধরতে এ দিন ভোরে পুলিশি অভিযান চালানো হয় একটি অ্যাপার্টমেন্টে। পুলিশি ওই অভিযান দলে ডিজেল ছিল। জাতে সে বেলজিয়ান শেফার্ড। এর আগে বহু অভিয়ানে সে শরিক হয়েছে। ফরাসি পুলিশের তরফে ডিজেলের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়ে টুইট করা হয়েছে। তাদের দাবি, সন্ত্রাসবাদীদের ছোড়া গুলিতেই প্রাণ গিয়েছে ডিজেলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement