Iran-Israel Conflict

‘ইরানে ক্ষমতার পালাবদলের চেষ্টা কৌশলগত ভুল হবে’, মাক্রোঁর মত! মানতে নারাজ ট্রাম্প

ইরানের বিরুদ্ধে তেল আভিভের ‘অপারেশন রাইজ়িং লায়ন’ শুরুর পঞ্চম দিনে মাক্রোঁ বলেন, ‘‘যাঁরা মনে করেন, বাইরে থেকে বোমা ফেলে কোনও দেশকে জোর করে মুক্ত করা যায়, তাঁরা বরাবরই ভুল করে এসেছেন।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২৩:৪৮
Share:

(বাঁ দিকে) ইমানুয়েল মাক্রোঁ এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইরানে ক্ষমতার পালাবদল ইজ়রায়েলের লক্ষ্য বলে সোমবার জানিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই বার্তা দিয়েছেন ইতিমধ্যেই। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর মতে, এমন পদক্ষেপ হবে ‘কৌশলগত ভুল’।

Advertisement

ইরানের বিরুদ্ধে তেল আভিভের ‘অপারেশন রাইজ়িং লায়ন’ শুরুর পঞ্চম দিনে মাক্রোঁ বলেন, ‘‘যাঁরা মনে করেন, বাইরে থেকে বোমা ফেলে কোনও দেশকে জোর করে মুক্ত করা যায়, তাঁরা বরাবরই ভুল করে এসেছেন।’’ সরাসরি কোনও উদাহরণ না দিলেও এ ক্ষেত্রে অতীতে ইরাক এবং আফগানিস্তানের মাটিতে আমেরিকার ব্যর্থ সামরিক অভিযানের প্রসঙ্গ টেনেই কানাডায় জি৭ শীর্ষসম্মলনে খোঁচা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান নন, তাঁর নিশানায় যে শিয়া মুসলিম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। কারণ, তেহরানে ক্ষমতার আসল ‘চাবি’ রয়েছে তাঁর হাতেই। ট্রাম্পও মঙ্গলবার খামেনেইকে আত্মসমর্পণের বার্তা দিয়েছেন। কিন্তু মাক্রোঁ মনে করেই তেল আভিভ-তেহরান যুদ্ধবিরতি কার্যকরের দিকেই আপাতত ট্রাম্পের মনোনিবেশ করা উচিত। তড়িঘড়ি জি৭ শীর্ষবৈঠকের মাঝপথে ট্রাম্পের প্রস্থানকেও ‘ভুল’ বলেছেন মাক্রোঁ। যদিও ফরাসি প্রেসিডেন্টের মত আদৌ মানতে চাননি ট্রাম্প। বরং তাঁর দাবি, মাক্রোঁ বরাবরই পরিস্থিতির ভুল ব্যাখ্যা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement