Google

হোয়াটসঅ্যাপের গোপন গ্রুপে ঢোকা যাচ্ছে গুগলে খুঁজে

অ্যাপ রিভার্স ইঞ্জিনিয়ার জেন ওয়ং জানাচ্ছেন, সাধারণ কোনও শব্দ দিয়ে সার্চ করলেই গুগলে অন্তত ৪ লক্ষ ৭০ হাজার জবাব তথা পাতার লিঙ্ক দেখায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৯
Share:

প্রতীকী ছবি

হোয়াটসঅ্যাপ গ্রুপে আমন্ত্রণ জানাতে যে লিঙ্ক শেয়ার করা হয়, তার তালিকাও তৈরি করে ফেলছে গুগল। যার মাধ্যমে প্রাইভেট কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কেউ ঢুকে পড়তে পারছে।

Advertisement

গ্রুপের অ্যাডমিন কোনও চ্যাট বাতিল করতেই পারেন। তাতে নতুন একটি লিঙ্ক তৈরি হয়। কিন্তু তাতে আগের লিঙ্কটি মুছে যায় না। জার্মান একটি মাল্টিমিডিয়া সংবাদমাধ্যমের সাংবাদিক জর্ডন উইলডন টুইট করে এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গুগলের তরফে এ নিয়ে সরাসরি কিছু প্রতিক্রিয়া জানানো না-হলেও তাদের ‘সার্চ’ সংক্রান্ত যোগাযোগকারী কর্তা ড্যানি সুলিভান টুইটারেই জানিয়েছেন, ‘‘ঠিক যেমন একটি ওয়েবসাইটের প্রকাশ্য পাতাগুলি খুঁজে পাওয়ার সুবিধার জন্য তার লিঙ্ক তথা ইউআরএল-এর তালিকা তৈরি হয়, এ-ও ঠিক তেমন। গুগল ও অন্য সার্চ ইঞ্জিনগুলি সকলেই ওপেন ওয়েব পাতাগুলির তালিকা তৈরি করে। এ ক্ষেত্রেও সেটিই হচ্ছে।’’ যার অর্থ, কেউ যখন প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, পাবলিক ডোমেনে থাকা কোনও ফোল্ডারে রাখেন, তখনই এমনটা ঘটে। গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ব্যক্তিবিশেষ কতটা সচেতন কিংবা তিনি বিশ্বাস রক্ষা করছেন কি না, সবটাই তার উপরে নির্ভর করছে। ফোনে হোয়াটসঅ্যাপে আসা বার্তা যদি তেমন ফোল্ডারে জমা হয়, তাতে সেটি আর গোপন থাকে না। যে কেউ একটু খুঁজলেই এমন গ্রুপের হদিস পেতে বা তাতে ঢুকে পড়তে পারেন।

Advertisement

অ্যাপ রিভার্স ইঞ্জিনিয়ার জেন ওয়ং জানাচ্ছেন, সাধারণ কোনও শব্দ দিয়ে সার্চ করলেই গুগলে অন্তত ৪ লক্ষ ৭০ হাজার জবাব তথা পাতার লিঙ্ক দেখায়। এর একটি অংশ হোয়াটসঅ্যাপ গ্রুপের আমন্ত্রণ। কানাডার ভাইস মিডিয়া গ্রুপের সংস্থা মাদারবোর্ড এ ভাবেই প্রচুর গ্রুপের হদিস পেয়েছে, যেগুলি আসলে পর্নোগ্রাফি আদানপ্রদানের। একই পদ্ধতিতে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত একটি স্বেচ্ছাসেবী সংস্থার গ্রুপে ঢুকে, সেটির সব সদস্যের নাম ও ফোন নম্বর পেয়েছে তারা।

দায়টা মূলত ব্যক্তিবিশেষের হলেও গোপনীয়তা নিয়ে হোয়াটসঅ্যাপের নিজস্ব মাথাব্যথাও কম নয়। ২০১৮তে আমাজ়ন সিইও জেফ বেজ়ো-র মোবাইল থেকে তথ্য চুরি হয়ে গিয়েছিল। দেখা যায়, তাঁর মোবাইলটি হ্যাক করার জন্য ম্যালওয়্যার এসেছিল হোয়াটসঅ্যাপ বার্তা থেকে। গত বছর মে মাসেও প্রকাশ্যে এসেছে, মার্ক জ়াকারবার্গের সংস্থা ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপের মাধ্যমে চরবৃত্তির দুষ্ট-কোড হানা দিচ্ছে অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএসে চলা ফোন বা অন্যান্য যন্ত্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন