Gaza Crisis

গাজ়া যাওয়ার পথেই গ্রেটা থুনবার্গদের আটক করে ইজ়রায়েলে নিয়ে গেল নেতানিয়াহুর সেনা

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া থুনবার্গের ওই ভিডিয়োবার্তাটি প্রকাশ্যে এনেছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি), যে স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে গাজ়ায় যাচ্ছিল ১২ জনের ওই প্রতিনিধি দল। যেখানে সুইডেনের জলবায়ুকর্মীকে স্পষ্ট বলতে শোনা গিয়েছে, ‘আমাদের অপহরণ করতে চলেছে ইজ়রায়েল!’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৪:২৬
Share:

জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। — ফাইল চিত্র।

জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গদের নৌকা ‘মাদলীন’কে গাজ়ায় প্রবেশের আগেই আটকেছে ইজ়রায়েলি বাহিনী। সোমবার ভোররাতে গাজ়ার অদূরে নৌকাটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে নৌকায় থাকা সকলকে। তার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সেই আবহে এ বার প্রকাশ্যে এল থুনবার্গের শেষ ভিডিয়োবার্তা। যেখানে সুইডেনের জলবায়ুকর্মীকে স্পষ্ট বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের অপহরণ করতে চলেছে ইজ়রায়েল!’’

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া থুনবার্গের ওই ভিডিয়োবার্তাটি প্রকাশ্যে এনেছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি), যে স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে গাজ়ায় যাচ্ছিল ১২ জনের ওই প্রতিনিধি দল। সেই ভিডিয়োয় থুনবার্গকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেন থেকে এসেছি। আপনারা যদি এই ভিডিয়োটি দেখেন, তা হলে জানবেন ইজ়রায়েল এবং ইজ়রায়েলের সমর্থকেরা আমাদের আন্তর্জাতিক জলসীমায় আটকে রেখেছে। আমাদের অপহরণ করা হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আমার সকল বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীকে অনুরোধ করছি যেন তাঁরা আমাকে এবং অন্যদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করার জন্য সুইডেন সরকারের উপর চাপ সৃষ্টি করেন।’’

যুদ্ধবিধ্বস্ত গাজ়াবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে ‘মাদলীন’ নামে এক নৌকায় চেপে প্যালেস্টাইনের দিকে এগোচ্ছিল থুনবার্গ-সহ মোট ১২ জনের প্রতিনিধিদল। গত ৬ জুন ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলি থেকে নৌকাটি রওনা দেয়। সোমবার সন্ধ্যায় নৌকাটি গাজ়ায় পৌঁছনোর কথা ছিল। ‘মাদলীন’-এ গ্রেটা ছাড়াও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের ফরাসি প্রতিনিধি রিমা হাসান। অতীতে বিভিন্ন সময়ে প্যালেস্টাইনিদের প্রসঙ্গে ইজ়রায়েলি নীতির বিরোধিতা করায় রিমার ইজ়রায়েলে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও রয়েছে। রবিবার গভীর রাতে রিমা নিজের এক্স হ্যান্ডলে লেখেন, নৌকায় থাকা সকলকে রাত ২টো নাগাদ গ্রেফতার করা হয়েছে। এর আগে রাত ১টা নাগাদ রিমা লেখেন, ‘‘আজকের রাতটা আমাদের সকলের জন্য খুবই বিপজ্জনক। এখনও পর্যন্ত আমি খবর দিতে পারছি, কিন্তু কিছু ক্ষণ পরেই আর আমাদের কোনও খবর পাওয়া যাবে না। কারণ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইজ়রায়েলি বাহিনী আমাদের আক্রমণ করতে চলেছে।’’ রিমার দাবি, এর কিছু ক্ষণের মধ্যেই আটক করা হয় সকলকে। যদিও ওই দাবি নাকচ করেছে ইজ়রায়েলের বিদেশ মন্ত্রক। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘ধীরে ধীরে ‘তারকাদের সেলফি নৌকা’ ইজ়রায়েলের দিকে এগোচ্ছে। নৌকায় থাকা সকলেই সুস্থ রয়েছেন। তাঁদের শীঘ্রই নিজেদের দেশে ফেরানো হবে। আপাতত ওঁদের অনুষ্ঠান এখানেই শেষ!’’ ওই নৌকায় থাকা সকলকে শুকনো খাবার এবং জলও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইজ়রায়েলের বিদেশ মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement