আমেরিকায় ফের বন্দুকবাজের হানা

ওয়াশিংটনের পরে হিউস্টন। ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম হিউস্টনের অভিজাত এলাকায় একটি শপিং সেন্টারে হানা দেয় বন্দুকবাজ। এই ঘটনায় জখম হয়েছেন সাত জন। বন্দুকবাজকেও গুলি করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যায় সে।

Advertisement

সংবাদ সংস্থা

হিউস্টন শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৬
Share:

ওয়াশিংটনের পরে হিউস্টন। ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম হিউস্টনের অভিজাত এলাকায় একটি শপিং সেন্টারে হানা দেয় বন্দুকবাজ। এই ঘটনায় জখম হয়েছেন সাত জন। বন্দুকবাজকেও গুলি করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যায় সে।

Advertisement

সোমবার সকাল সাতটার কিছু আগে ওয়েসলায়ান এবং বিসোনেট স্ট্রিটের উত্তরপশ্চিম কোণে একটি শপিং সেন্টার বা স্ট্রিপ মলে ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। অন্য একটি সূত্রে জানানো হয়েছে, বন্দুকবাজের হামলায় কেউ মারা যাননি। আহতের সংখ্যা ৭ জন।

এক প্রত্যক্ষদর্শী ৯১১-য় ফোন করে ঘটনার কথা জানান। তাঁর কথায়, ‘‘অন্তত ৩০টি গুলির শব্দ শোনা গিয়েছে। টানা পনেরো মিনিট ধরে বন্দুকবাজ গুলি চালিয়েছে। তার পরে হাজির হয় পুলিশ।’’ আর এক জনের আবার বক্তব্য, ‘‘পুলিশ-বন্দুকবাজ সংঘর্ষে একশোরও বেশি গুলি চলেছে। এ কে-৪৭-ও চালানো হয়েছে বলে তাঁর দাবি।’’

Advertisement

শপিং সেন্টারের পাশেই একটি অ্যাপার্টমেন্ট। সেখানেও ভিড় জমায় বেশ কিছু পুলিশের গাড়ি। তবে শপিং সেন্টারে হামলার সঙ্গে তার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়। ওই এলাকার কাছেই ওয়েস্ট ইউনিভার্সিটি এলিমেন্টারি। স্কুলের মধ্যে কোনও বিপদ ঘটেনি বলে দাবি করলেও বন্দুকবাজকে কাবু করার আগে পর্যন্ত সেখানেও মজুত ছিল পুলিশ। একটি সন্দেহজনক গাড়ি আটক করেছে পুলিশ। এক দিন আগেই ওয়াশিংটন স্টেট মলে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন পাঁচ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন