ট্রাম্পের জামাইকে খোঁচা

সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর থেকেই ট্রাম্প পরিবারের সঙ্গে সৌদি যুবরাজের সম্পর্ক নিয়ে জলঘোলা চলছে। অনেকেরই বক্তব্য, ট্রাম্প চাইলেই খাশোগিকে নিয়ে চাপ বাড়াতে পারতেন, কিন্তু করলেন না।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০২:৫৩
Share:

কমেডিয়ান হাসান মিনহাজ

সৌদি যুবরাজের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য নাম না করে ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারকে বিঁধলেন মার্কিন কমেডিয়ান হাসান মিনহাজ। একটি নামী পত্রিকার বাছাই একশো-র তালিকায় রয়েছেন হাসান। মঙ্গলবার রাতে সেই সম্মান প্রদান অনুষ্ঠানেই তিনি বলেন, ‘‘এখানে আরও অনেকের থাকার কথা ছিল। যেমন, লুজাইন আল-হাথলুল। সৌদিতে মেয়েদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে উনি লড়েছেন, এখন জেলে। তাই আসতে পারেননি।’’ এর পরেই হাসান যোগ করেন, ‘‘এ ঘরে অনেক ক্ষমতাশালী ব্যক্তি রয়েছেন, যাঁরা চাইলেই এমবিএস-কে ( মহম্মদ বিন সলমন, সৌদি যুবরাজ) হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন, হাথলুলের জেলে থাকা উচিত নয়! কিন্তু সেটা তো ওঁরা করবেন না!’’ সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর থেকেই ট্রাম্প পরিবারের সঙ্গে সৌদি যুবরাজের সম্পর্ক নিয়ে জলঘোলা চলছে। অনেকেরই বক্তব্য, ট্রাম্প চাইলেই খাশোগিকে নিয়ে চাপ বাড়াতে পারতেন, কিন্তু করলেন না। হাসান আবার ট্রাম্পের কড়া সমালোচক বলেই খ্যাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন