luxurious bus

বিলাসবহুল হোটেলকেও হার মানাবে এই বাসগুলি

হোটেল নাকি বাস। চড়ে দেখবেন নাকি!

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ১১:৪০
Share:
০১ ১১

বাস বললে ভুল হবে। আভিজাত্য, অন্দরসজ্জায় রীতিমতো টেক্কা দেবে যে কোনও তিন তারার হোটেলকে। ধনী আরব শেখদের কেউ কেউ আবার গাড়ির বদলে এই বাসগুলি কেনেন। এগুলির বেশ কিছু রাস্তায় চলে, তবে টিকিট কেটে ওঠার ব্যবস্থার কথা জানা নেই। তবে কেনা যায় বাসগুলি। জেনে নেওয়া যাক বিশ্বের অন্যতম বিলাসবহুল এই বাসগুলি সম্বন্ধে কিছু তথ্য।

০২ ১১

মার্সি মোবাইল এলেমেন্ট পালাজো: হলিউড ছবির গাড়ি নয়, এটা আস্ত একটা বাস। আনুমানিক মূল্য ২২ কোটি টাকা। আসলে একটা আস্ত বাড়িও বলা যেতে পারে। আলমারি, সোফা, কিচেন ক্যাবিনেট, গ্যারেজ, কী নেই এতে! উপরে একটি ডেকও রয়েছে।

Advertisement
০৩ ১১

ফেদারলাইট ভান্তারে প্ল্যাটিনাম প্লাস: আনুমানিক দাম ১৮ কোটি টাকা। মার্বেলের মেঝে ও ইটালিয়ান লেদারের অন্দরসজ্জা রয়েছে এতে। মাস্টার বেডরুমে রয়েছে ট্রেড মিলও। আর রয়েছে জিপিএস সিস্টেম। ট্র্যাফিক আর আবহাওয়ার আপডেটের ব্যবস্থাও সর্বাধুনিক। এর ভিতরের গ্যারজে ধরে যায় আস্ত একটি স্পোর্টস কার।

০৪ ১১

প্রিভস্ট এইচ৩-৪৫ভিআইপি: প্রায় সাড়ে ১১ কোটি টাকা দাম এই বাসটির। কেবিনের উচ্চতা ১২ ফুট পাঁচ ইঞ্চি। সোফা, বিলাসবহুল আসবাব, মার্বেল টেবিল কী নেই। মোল্ডেড ফাইবার দিয়ে তৈরি হওয়ায় অত্যন্ত হালকা এই বাসটি ভয়ানক মজবুত।

০৫ ১১

ফোরট্র্যাভেল আইএইচ৪৫ লাক্সারি মোটর কোচ: আনুমানিক মূল্য সাড়ে নয় কোটি টাকা। ২০ হাজার কিলোওয়াটের জেনারেটর রয়েছে বাসটিতে। নকশাদার মেঝে ও আবরণ, দেওয়াল-সহ একটা অভিজাত ব্যাপার। দূষণ নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রয়েছে। রাস্তাঘাট যেমনই হোক, মসৃণ ভাবে চলে এই বাস।

০৬ ১১

কান্ট্রি কোচ প্রিভোস্ট: দাম প্রায় সাত কোটি টাকা। মার্কিন মুলুকে দেখা গিয়েছে বাসটি। অভিজাত বাসটিতে রয়েছে পাঁচ তারা হোটেলের মতো অন্দরসজ্জা।

০৭ ১১

নিউমার কিং আয়ার: বাসটির দাম আনুমানিক পাঁচ কোটি টাকা। নেভিগেশন সিস্টেম থাকায় যে কোনও পরিবেশের সঙ্গে এটি খাপ খাওয়াতে সক্ষম। বিশাল রান্নাঘর, ক্যাবিনেট, ওয়াক ইন বাথরুমও রয়েছে বেডরুমের পাশেই।

০৮ ১১

মোনাকো ডায়নাস্টি ৪৫পি: প্রায় সাড়ে চার কোটি টাকা দামের বাসটি ধনকুবের আরবদের অনেকেই কেনেন। বিলাসবহুল ঘর, কিং সাইজ খাট, সিডারউড কাঠের আসবাব, পোর্সেলিন টাইলের মেঝে, কী নেই এতে! আর এলইডি দিয়ে অন্দরসজ্জা থাকবে তা তো বলাই বাহুল্য।

০৯ ১১

ইউনিক্যাট আমেরিগো ইন্টারন্যাশনাল: এই বাসের আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা। পশ্চিম এশিয়া ও মার্কিন মুলুক দুই জায়গাতেই দেখা যায় এই বাস।

১০ ১১

কান্ট্রি কোচ ম্যাগনা ৬৩০: প্রায় তিন কোটি ৫০ লক্ষ টাকা দাম বাসটির। ৪০টি বাস মিলে একটি মোটর হোম তৈরি করা হয়েছে। ৬০০ এইচপি কামিনস ইঞ্জিন ছাড়াও রয়েছে পাওয়ার টিল্ট ও টেলিস্কোপিক হুইলস। বিপদসঙ্কুল পাহাড়ি রাস্তাতেও দিব্যি চলে বাসটির। বাসটিতে আছে ট্যাচপ্যাড এন্ট্রি। দক্ষিণ আফ্রিকাতে দেখা যায় এই বাস। চলে ফ্লোরিডাতেও।

১১ ১১

এনতেগ্রা কোচ কর্নারস্টোন: বাসটির দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। লাক্সারি স্যুট রয়েছে বাসটিতে। মার্কিন মুলুকের রাস্তায় এই বাস দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement