‘হাউডি, মোদী’! মুখিয়ে হিউস্টন

স্থানীয় সময় শনিবার আমেরিকায় পা রাখছেন মোদী। থাকবেন প্রায় একটা সপ্তাহ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরে তিনটি ভাগ রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৮
Share:

ছবি: পিটিআই।

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তবু ‘হাউডি, মোদী’ নিয়ে উত্তেজনায় ফুটছে হিউস্টন। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ভাসছে আমেরিকার দক্ষিণ-পূর্ব টেক্সাসের একটা বড় অংশ। বহু মানুষ গৃহবন্দি। এনআরজি স্টেডিয়ামের প্রস্তুতিতে তবু খামতি নেই। আগামী ২২ সেপ্টেম্বর এখানেই ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত দর্শক-শ্রোতার মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদী। মঞ্চে থাকবেন ডোনাল্ড ট্রাম্পও।

Advertisement

স্থানীয় সময় শনিবার আমেরিকায় পা রাখছেন মোদী। থাকবেন প্রায় একটা সপ্তাহ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরে তিনটি ভাগ রয়েছে। প্রথমত, রাষ্ট্রপুঞ্জে ভাষণ। দ্বিতীয়ত, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং তৃতীয়ত অন্য কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠক। রাষ্ট্রপ্রধান ও বিদেশমন্ত্রী মিলিয়ে বিভিন্ন দেশের ৭৫ জনের সঙ্গে বৈঠক করবেন মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement