তারিশির জন্য

গুলশন হত্যাকাণ্ডে নিহত ভারতীয় তরুণী তারিশি জৈনের স্মৃতিতে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছিলেন শ’খানেক বন্ধু, শিক্ষক ও সহপাঠী। তারিশির ছবি আর ভারত, আমেরিকা ও বাংলাদেশের পতাকায় সাজানো হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০৩:৩০
Share:

গুলশন হত্যাকাণ্ডে নিহত ভারতীয় তরুণী তারিশি জৈনের স্মৃতিতে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছিলেন শ’খানেক বন্ধু, শিক্ষক ও সহপাঠী। তারিশির ছবি আর ভারত, আমেরিকা ও বাংলাদেশের পতাকায় সাজানো হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর। চোখের জলে বন্ধুকে স্মরণ করে তাঁরা বলেন, তারিশি দায়িত্বশীল, বুদ্ধিমতী ও মিষ্টি মেয়ে ছিল। তবে মৃত্যু নয়, প্রাণ প্রাচুর্যে ঝলমলে বন্ধুকেই মনে রাখবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন