খামারবাড়ি বাঁচাতে দানব অ্যালিগেটর শিকার

দৈত্য যেন! লম্বায় ১৫ ফুট। ওজনে প্রায় ৩৬২ কিলোগ্রাম। এত বড় অ্যালিগেটরকে দেখে প্রথমে খানিকটা চমকেই উঠেছিলেন ফ্লোরিডার ওকিছোবি প্রদেশের লি লাইটস্টে।

Advertisement
ফ্লোরিডা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০৩:২৮
Share:

দৈত্যকার অ্যালিগেটরটিকে সরিয়ে নিয়ে যাওয়ার এই ছবিটিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি ফেসবুকের সৌজন্যে।

দৈত্য যেন! লম্বায় ১৫ ফুট। ওজনে প্রায় ৩৬২ কিলোগ্রাম। এত বড় অ্যালিগেটরকে দেখে প্রথমে খানিকটা চমকেই উঠেছিলেন ফ্লোরিডার ওকিছোবি প্রদেশের লি লাইটস্টে। ক’দিন ধরে তাঁর খামারবাড়িতে এই অতিথি বেশ ভালই ভুরিভোজ চালাচ্ছিল। প্রথমে নজরে আসেনি তাঁর।কিন্তু তাঁর গরু ছাগলের বিভিন্ন দেহাংশ খামাড়বাড়ির পুকুরে ভাসতে দেখেই টনক নড়ে লি-র। প্রাণীদের বাঁচাতে গুলি করেই অ্যালিগেটরটিকে মারতে হয় তাঁকে। কিন্তু মৃত অ্যালিগেটরকে সরানোও আদৌ সহজ ছিল না। তা আকারে এতই বড় যে শেষমেশ পে-লোডার সাহায্যে বের করে নিয়ে যাওয়া হয় সেই অ্যালিগেটরটি। আর সেই ছবিই ছড়িয়ে পড়ে ফেসবুকে।

Advertisement

আরও পড়ুন...
আইনস্টাইনের ‘মান’ বাঁচালেন বারাসতের ছেলে!

Advertisement

সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন