হাইতিতে দাপট হারিকেন ম্যাথুর

হাইতির বিস্তীর্ণ অংশে আছড়ে পড়ল হারিকেন ম্যাথু। গত কয়েক দশকে হারিকেনের এমন দাপট দেখা যায়নি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। হাইতিতে তাণ্ডব চালিয়ে ম্যাথু হানা দিয়েছে কিউবাতেও। এখনও পর্যন্ত হারিকেনের বলি হয়েছেন প্রায় এগারো জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০৪:০৮
Share:

নাসার উপগ্রহ চিত্রে খুলির মতো দেখাচ্ছে হারিকেন হ্যারিকে।

হাইতির বিস্তীর্ণ অংশে আছড়ে পড়ল হারিকেন ম্যাথু। গত কয়েক দশকে হারিকেনের এমন দাপট দেখা যায়নি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। হাইতিতে তাণ্ডব চালিয়ে ম্যাথু হানা দিয়েছে কিউবাতেও। এখনও পর্যন্ত হারিকেনের বলি হয়েছেন প্রায় এগারো জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘরছাড়া হাজার হাজার মানুষ। উদ্ধার কাজে নেমে কালঘাম ছুটেছে উদ্ধারকারী দলের।

Advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর, গত কাল হাইতির দক্ষিণ-পশ্চিম অংশে আছড়ে পড়েছিল ম্যাথু। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল। সঙ্গে ছিল অতি ভারী বৃষ্টিও। ওই ঝড়ের জেরে গাছপালা উপড়ে গিয়েছে। উ়ড়ে গিয়েছে অনেক বাড়ির ছাদ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্রামের দিকে প্রভাব পড়েছে সব চেয়ে বেশি। দেশের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে পড়েছে। প্রবল ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়েছে একটি সেতু। দেশের দক্ষিণ অংশের সঙ্গে রাজধানী পোর্ত-ও-প্রিন্সের সঙ্গে সংযোগ স্থাপন করত ওই সেতুটি। ফলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। বিচ্ছিন্ন টেলি-যোগাযোগও। এর জেরে এখনও পর্যন্ত হারিকেন-বিধ্বস্ত হাইতির বহু অংশে পৌঁছনো সম্ভবই হয়নি। লরা সিওয়েল নামে এক উদ্ধারকর্মীর কথায়, ‘‘মোবাইল পরিষবাও বিপর্যস্ত হয়েছে। এ দিকে আবার সেতু ভেঙে পড়ায় যোগাযোগে তো সমস্যা হচ্ছেই। এমনকী, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতেও অসুবিধে হচ্ছে।’’

Advertisement

হাইতিতে রাষ্ট্রপুঞ্জের বিশেষ প্রতিনিধি মুরাদ ওয়াহবা জানিয়েছেন, অন্তত ১০ হাজার মানুষ ঘরছাড়া। হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগীর ভিড়। সেখানে পানীয় জলের অভাব দেখা দিয়েছে।

হাইতির পরে ম্যাথুর গন্তব্য ছিল কুবা। সেখানেও ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। ঝড় এগিয়েছে বাহামার দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement