লোরেন ও ডেনিস।
আমরা সুরক্ষিত।
১ অক্টোবর রাত ১০:৩৯ মিনিটে পোস্ট করেছিলেন লোরেন কারভার। লাস ভেগাসের কনসার্টে ভয়াবহ গুলিবর্ষণের পর তখন এক ঘণ্টাও কাটেনি। ফেসবুকে পোস্ট দিয়ে আত্মীয়স্বজনদের আশ্বস্ত করতে চেয়েছিলেন সুস্থ রয়েছেন তিনি ও তাঁর স্বামী ডেনিস।
সে দিন রুট ১৯ হারভেস্ট ফেস্টিভ্যালে স্বামীর বাহুলগ্ন হয়ে গান শুনছিলেন লোরেন। হঠাত্ই শুরু হয় ভয়াবহ গুলিবর্ষণ। প্রাণপণে সে দিন স্ত্রীকে রক্ষা করেছিলেন ডেনিস। ঘটনার চার দিন পর উচ্ছ্বসিত লোরেন স্টেটাস আপডেট দিয়েছিলেন, আমার স্বামী একজন অসাধারণ মানুষ। তখনও জানতেন না এই খশি, মৃত্যু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার এই স্বস্তি বেশি দিনের জন্য নয়।
আরও পড়ুন : ক্ষেপণাস্ত্র ভুলে প্রসাধনী নিয়ে মাতলেন কিম!
ভয়ের সেই স্মৃতিতে যখন একটু একটু করে প্রলেপ পড়ছে তখনই আবার এল সে। এ বারে আর পাশ কাটানো গেল না। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মুরিয়েতার বাড়ি থেকে মার্সিডিজ বেনজ বেরোতেই সজোরে ইঁটের থামে ধাক্কা। দাউদাউ করে আগুন। ড্রাইভিং সিটে ডেনিস, পাশে লোরেন। মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাত্র ১৫ দিন আগে মৃত্যুকে স্বস্তির নিশ্বাস ফেলা দম্পতি। তারিখটা ১৬ অক্টোবর। সময়টা সেই একই। রাত ১১টা বাজার একটু আগে।
আরও পড়ুন: ফ্ল্যাট থেকে মিলল ৯টি দেহ, দু’টি কাটা মুন্ডুও!
গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়ে ভয়াবহ মৃত্যু পেরিয়ে এলেও আগুনে পুড়ে দলা পাকানো মৃত্যুকে এড়াতে পারলেন না তাঁরা। লোরেনের বোন পুলিশকে জানিয়েছেন, গত ২২ বছর ধরে একসঙ্গে রয়েছেন ডেনিস ও লোরেন। ২০১০ সালে লাস ভেগার স্ট্রিপ চ্যাপেলে বিয়ে করেন। ২০ ও ১৬ বছরের দুই মেয়ে রয়েছ তাঁদের। বাবা, মা দুজনকেই একসঙ্গে হারালেও মেয়ে ব্রুকের স্বস্তি, ২২ বছর যাঁদের আলাদা করা যায়নি, মৃত্যুও পারল না তাদের বিচ্ছেদ ঘটাতে।