‘মুসলমানরা কি এখনও নীরব থেকে ধর্মকে বদনাম হতে দেখবেন?’

ধর্ম তাঁর কাছে আত্মসমীক্ষা। সেই দৃষ্টিভঙ্গি থেকেই দু’দিন আগে কুরবানি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ইরফান খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০৩:৪৬
Share:

ধর্ম তাঁর কাছে আত্মসমীক্ষা। সেই দৃষ্টিভঙ্গি থেকেই দু’দিন আগে কুরবানি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ইরফান খান। সমালোচনার মুখেও অনড় থেকে মন্তব্য করেছেন, ভাগ্যিস এমন দেশে থাকি না যেখানে ধর্মের ঠিকাদারদের ভয় পেতে হয় না! এ বার তিনি প্রশ্ন তুললেন, ঢাকায় রক্তক্ষরণের সূত্রে। টুইটারে অভিনেতাটি লিখছেন, ‘হৃদয়ে রক্ত ঝরছে সর্বত্র। কোরানের আয়াত না জানার জন্য রমজান মাসে লোকজনকে হত্যা করা হল। অঘটন এক জায়গায় ঘটে, মুসলমান ও ইসলাম বদনাম হয় পুরো দুনিয়ায়।’ ইসলামের ভিতই হলো শান্তি, ক্ষমা আর অন্যের যন্ত্রণা অনুভব করা। এ কথা উল্লেখ করে ইরফানের প্রশ্ন, ‘মুসলমানরা কি এখনও নীরব থেকে ধর্মকে বদনাম হতে দেখবেন? নাকি, নিজে ইসলামের প্রকৃত অর্থটি অনুভব করে অন্যদের জানাবেন, অত্যাচার খুন ও গণহত্যা আদৌ ইসলাম নয়।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন