ভাঙনের মুখে কি ইমরান খানের নতুন বিয়েও? জোর জল্পনা

ফেব্রুয়ারিতে ইমরান এবং নববধূ-বেশে আপাদমস্তক বোরখায় মোড়া বুশরা মানেকা সকলকে জানান, এক মাস আগে তাঁরা নিকাহ্‌ করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ১১:২৫
Share:

বুশরা মানেকা

ভাঙনের মুখে কি ইমরান খানের নতুন বিয়েও! পাকিস্তানের সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Advertisement

ফেব্রুয়ারিতে ইমরান এবং নববধূ-বেশে আপাদমস্তক বোরখায় মোড়া বুশরা মানেকা সকলকে জানান, এক মাস আগে তাঁরা নিকাহ্‌ করেছেন।

বুশরা শুধু স্ত্রী নন, ইমরানের আধ্যাত্মিক গুরুও। ঘটনা হল, বাড়িতে কুকুর থাকলে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটছে বলে তাদের অন্যত্র সরিয়ে দিয়েছিলেন নতুন বউ। কিন্তু পাক সংবাদমাধ্যমের দাবি, ইমরানের বাড়িতে ফিরে এসেছে সারমেয়রা। তাতেই জোরদার হয়েছে বুশরার বাড়ি ছাড়ার সম্ভাবনা।

Advertisement

ক’দিনের মধ্যে কী এমন ঘটল? উঠে আসছে একাধিক সম্ভাবনা। জল্পনাকারীদের একাংশের দাবি, বুশরার প্রথম পক্ষের ছেলেকে ঘিরেই সমস্যার সূত্রপাত। বিয়ের আগে ঠিক হয়েছিল, বুশরার পরিবারের কেউ দীর্ঘদিন ধরে বানি গালায় (নবদম্পতির নতুন বাড়ি) থাকবেন না। কিন্তু বিয়ের পর থেকে সেখানেই থাকছিলেন বুশরার প্রথম পক্ষের ছেলে। তাতেই না কি চটেছেন ইমরান। অন্য একটি সূত্রের দাবি, নতুন বাড়ি সাজানোর কাজে তিন ননদের অতিরিক্ত নাক গলানো ভাল ভাবে নেননি বুশরা। অনেকে আবার ইমরানের সারমেয়প্রীতিকেই দায়ী করছেন।

সোশ্যাল মিডিয়াতেও জোরদার আলোচনা চলছে। টুইটারে এক জনের প্রশ্ন, ‘‘বিবাহবিচ্ছিন্না মহিলাকে স্ত্রী হিসেবে মানতে পারলে তাঁর সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে আপত্তি কেন?’’ আর এক জনের মন্তব্য, ‘‘কুকুরগুলি আমি দত্তক নিতে রাজি। ইমরানের বিবাহিত জীবন সুখের হোক।’’ বিষয়টি নিয়ে ইমরান বা বুশরা— মুখ খোলেননি কেউই। টুইটারে অবশ্য ইমরান-ঘনিষ্ঠ এক সাংবাদিকের দাবি, সমস্তটাই গুজব।

১৯৯৫ সালে প্রথম বিয়ে জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে। টেলিভিশনের সঞ্চালক রেহাম খানের সঙ্গে দ্বিতীয় বিয়ে এক বছরও টেকেনি। ৬৫ বছরের ইমরান এ বছর বুশরাকে বিয়ে করেন। টুইটারে জনৈকের খেদ, ‘‘এ জীবনে প্রকৃত ভালবাসা কি খুঁজে পাবেন না ইমরান!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement