imran khan

Pakistan: মাথাবিহীন মুরগির মতো! ভারতের প্রশংসা করে পাক সরকারকে বিঁধলেন ইমরান

পেট্রল-ডিজেলের দাম কমানো নিয়ে ভারতের বিদেশ নীতির প্রশংসা ইমরান গলায়। সমালোচনায় বিদ্ধ করলেন নিজের দেশের সরকারকে।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৯:৪৮
Share:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল চিত্র।

বিদেশ নীতি নিয়ে আবারও ভারতের প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বক্তব্য, আমেরিকার কাছে মাথা নত না করে স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলছে ভারত। একই সঙ্গে, ইসলামাবাদের বর্তমান বিদেশ নীতির তীব্র সমালোচনা করেন ইমরান। রবিবার ইমরানের টুইট, ‘পাকিস্তানের বর্তমান সরকারের অবস্থা মাথাবিহীন মুরগির মতো। আমেরিকার কাছে মাথা নিচু করে দৌড়চ্ছে।’

Advertisement

ভারতের মতো পাকিস্তানেও পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া। এই অবস্থায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পেট্রলের দাম ৯.৫০ টাকা এবং ডিজেলের দাম ৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে সস্তা দামে তেল কেনার কারণেই ওই দাম কমানো সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। রবিবার মোদী সরকারের তারিফ করে তিনি টুইটারে বলেন, ‘কোয়াডের সদস্য হওয়ার পরও আমেরিকার চাপ কাটাতে পেরেছে ভারত। তারা রাশিয়ার কাছ থেকে ছাড়ে তেল কিনছে। নিজেদের স্বাধীন বিদেশ নীতির ফলে এটা সম্ভব হয়েছে। আমাদের সরকার কী তা পারবে?’

Advertisement

তেলের দাম নিয়ে পাকিস্তানের নতুন সরকারের সমালোচনার পাশাপাশি, নিজের জমানার কথা উল্লেখ করেন ইমরান। তিনি দাবি করেন, আমাদের সরকার স্বাধীন বিদেশ নীতি নিয়ে কাজ করছিল। কারণ, আমাদের কাছে পাকিস্তানের স্বার্থ সর্বোচ্চ ছিল। কিন্তু এখন নতুন এই সরকারের কাছে দেশের মানুষ এটা আশাই করতে পারে না। তারা বাইরের চাপের কাছে মাথা নিচু করে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন