Mauritius

সমুদ্র নিরাপত্তায় জোর

মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠকের পর উন্নয়নশীল এবং পিছিয়ে থাকা দেশগুলির নতুন এক নীতি ঘোষণা করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘মহাসাগর’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৮:২০
Share:

মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের সফরের শেষে সমুদ্রপথে নিরাপত্তা এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্য-সহ আটটি চুক্তি সই করল ভারত এবং মরিশাস। গোটাটাই করা হল সমুদ্রপথে চিনের একাধিপত্যকে রোখার জন্য।

আজ মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোদী। মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠকের পর উন্নয়নশীল এবং পিছিয়ে থাকা দেশগুলির নতুন এক নীতি ঘোষণা করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘মহাসাগর’। ইংরেজি অক্ষর অনুযায়ী, যার পুরো নাম, ‘মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিয়োরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস রিজিওনস’। একে ভারত মহাসাগরে চিনের আধিপত্যের পাল্টা হিসাবে দেখছে কূটনৈতিক মহল। মোদী বলেন, “মরিশাসের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।” যে আটটি চুক্তি সই হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় মুদ্রায় বাণিজ্য ব্যবস্থার উপর মরিশাসের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে সমঝোতা পত্র।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন