India-Pakistan Conflict

পাকিস্তানকে সন্ত্রাস নিয়ে কড়া জবাব দিল ভারত

সন্ত্রাসবাদ যে শান্তির একেবারে বিপরীতে, সে কথা উল্লেখ করে কম্বোজ বলেন, সন্ত্রাস হিংসার বীজ বপন করে, বিদ্বেষ ছড়ায়, সম্প্রীতি এবং সম্মানের বিশ্বজনীন মূল্যবোধকে খাটো করে দেয়।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ০৫:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর, নাগরিকত্ব আইন, রামমন্দির নিয়ে ভারতকে বিঁধেছিলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আক্রম। এ বার তার কড়া জবাব দিল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে শান্তির সংস্কৃতি সংক্রান্ত বৈঠকে ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্বোজের বক্তব্য, ‘‘আমরা সব সময়ই আশা করব সব প্রতিনিধিরা সম্মানজনক ব্যবহারের বিভিন্ন নীতি এবং কূটনীতির সঙ্গে সংলগ্ন থাকবেন। সেটাই আমাদের আলোচনার কেন্দ্রীয় দিকনির্দেশিকা। তবে যে রাষ্ট্রের সবচেয়ে সন্দেহজনক অতীত রয়েছে, তার কাছে এই বিষয়গুলি আশা করা কি খুব বেশি হয়ে যাবে না?’’

Advertisement

সন্ত্রাসবাদ যে শান্তির একেবারে বিপরীতে, সে কথা উল্লেখ করে কম্বোজ বলেন, সন্ত্রাস হিংসার বীজ বপন করে, বিদ্বেষ ছড়ায়, সম্প্রীতি এবং সম্মানের বিশ্বজনীন মূল্যবোধকে খাটো করে দেয়। গোটা বিশ্বের সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যকে নষ্ট করতে চায়। তাঁর কথায়, ‘‘গির্জা, মঠ, গুরুদ্বার, মসজিদ, মন্দির, সিনাগগের মতো পবিত্র স্থানে ক্রমশই হামলা বাড়ছে। এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আন্তর্জাতিক আলোচনাগুলির কেন্দ্রে যাতে এই বিষয়টি থাকে, তা নিশ্চিত করতে হবে। ভারত শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের জন্মস্থানই নয়, ইসলাম, খ্রিস্টান, ইহুদি ধর্মেরও ঠাঁই। ইতিহাস বলছে, ধর্মের কারণে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল ভারত। ধর্মীয় ভাষাগত বৈচিত্র্য ভারতের সহাবস্থানের সংস্কৃতিকেই তুলে ধরে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন