International News

চিনকে বিঁধে ভারতের ভূয়সী প্রশংসা ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত অর্থনৈতিক উন্নয়নে নজরকাড়া সাফল্য দেখিয়েছে। যা ভারতীয়দের সামনে অনেক সুযোগ এনে দিয়েছে।... ভারতবাসীকে একজোট রাখার কাজেও অত্যন্ত সফল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’

Advertisement

সংবাদ সংস্থা

হ্যানয় শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ১৬:২৬
Share:

মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী।- সংগৃহীত।

ভারতের অর্থনীতি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্মের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি চিনকে তির্যক মন্তব্যে বিঁধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামে, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) সিইও’দের শীর্ষ সম্মেলনে।

Advertisement

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত অর্থনৈতিক উন্নয়নে নজরকাড়া সাফল্য দেখিয়েছে। যা ভারতীয়দের সামনে অনেক সুযোগ এনে দিয়েছে।... ভারতবাসীকে একজোট রাখার কাজেও অত্যন্ত সফল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’

আর চিনের বাণিজ্য নীতি নিয়ে তাঁর ক্ষোভ গোপন না করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ওই নীতির ফলে কাজ হারাচ্ছেন মার্কিনরা। ট্রাম্পের হুঁশিয়ারি, ‘‘এই ভাবে চললে আমেরিকা অন্ধ হয়ে থাকবে না।’’

Advertisement

আরও পড়ুন- ভোলবদল! চিনকে দুষতে নারাজ ট্রাম্প

আরও পড়ুন- ট্রাম্পের জন্য লাল গালিচা, নিষিদ্ধ নগরীও​

‘অ্যাপেক’ শীর্ষ সম্মেলনে অংশ নিতে চিন সফর শেষ করে শুক্রবারই ভিয়েতনামে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বক্তব্য, ভারত তার অর্থনীতিকে নিখুঁত ভাবে মুক্ত করে দিতে পেরেছে বলেই ভারতের অর্থনীতির এতটা উন্নতি হয়েছে। যা ভারতের মধ্যবিত্ত শ্রেণির মানুষকে অনেকটাই উৎসাহ জুগিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন