International news

প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে মৃত্যুদণ্ড দিল পাক মিলিটারি কোর্ট

গুপ্তচরবৃত্তি এবং বালুচিস্তান-করাচিতে নাশকতা ছড়ানোর অভিযোগে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক অফিসারকে মৃত্যুদণ্ড দিল ইসলামাবাদের মিলিটারি কোর্ট। সোমবার পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ওই নির্দেশের কথা জানিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ১৮:৪৩
Share:

অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদব। ছবি: টুইটার।

গুপ্তচরবৃত্তি এবং বালুচিস্তান-করাচিতে নাশকতা ছড়ানোর অভিযোগে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক অফিসারকে মৃত্যুদণ্ড দিল ইসলামাবাদের মিলিটারি কোর্ট। সোমবার পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ওই নির্দেশের কথা জানিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

Advertisement

পাকিস্তানের অভিযোগ, কুলভূষণ যাদব নামে অবসরপ্রাপ্ত ওই অফিসার ‘র’-এর চর ছিলেন। যদিও ইসলামাবাদের ওই দাবি নস্যাৎ করে দিল্লি জানিয়েছে, অবসর নেওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কুলভূষণের কোনও যোগাযোগ ছিল না। এমনকী তাঁকে যে মৃত্যদণ্ড দেওয়া হবে তাও আগে থেকে জানানো হয়নি। সোমবার পাক সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতি থেকে কুলভূষণের মৃত্যুদণ্ডের কথা জানতে পারে ভারত।

পাক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৬-র ৩ মার্চ বালুচিস্তানের মাশকেল থেকে পাক গোয়েন্দাদের এক অভিযানে বন্দি করা হয় কুলভূষণকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের চর হিসাবে বালুচিস্তানে নাশকতা ছড়াচ্ছিলেন।

Advertisement

কয়েক মাস আগে পাক সেনা তরফে গুপ্তচরবৃত্তিতে কুলভূষণের যুক্ত থাকার একটি স্বীকারোক্তি ভিডিও প্রকাশ করা হয়। তাতে কুলভূষণকে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করতে শোনা গিয়েছে।

আরও পড়ুন: কোরানে তিন তালাক বলে কিছু নেই: উপরাষ্ট্রপতির স্ত্রী সরব আলিগড়ের মাদ্রাসায়

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গত এক বছর ধরে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের তরফে একাধিকবার কুলভূষণের সঙ্গে দেখা করার চেষ্টা চলছিল। কিন্তু পাক সরকার তাতে সম্মতি দেয়নি।

২০১৩ সালে ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নেন কুলভূষণ। তার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। পাকিস্তানের দেখানো বালুচিস্তান থেকে বন্দি হওয়ার তথ্যেও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছে দিল্লি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন