US Deportation

আমেরিকার বিমানবন্দরে ভারতীয় যুবকের সঙ্গে ‘পাশবিক আচরণ’, পরানো হল হাতকড়া! কী বলল ভারতীয় কনসুলেট

আমেরিকার নেওয়ার্ক বিমানবন্দরে ভারতীয় যুবকের সঙ্গে ‘পাশবিক আচরণ’ করার অভিযোগ। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুখ খুলল নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১২:০৯
Share:

আমেরিকার বিমানবন্দরে ভারতীয় যুবকের সঙ্গে ‘পাশবিক আচরণ’ করার অভিযোগ। ছবি: সংগৃহীত।

আমেরিকার বিমানবন্দরে ভারতীয় যুবকের সঙ্গে ‘পাশবিক আচরণ’ করার অভিযোগ। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুখ খুলল নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

গত রবিবার কুণাল জৈন নামের এক অনাবাসী ভারতীয় সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। ওই ভিডিয়োয় দেখা যায় স্থানীয় পুলিশ এক যুবককে পিছমোড়া করে বেঁধে হাতে হাতকড়া পরাচ্ছেন। ভিডিয়োটি পোস্ট করে ওই অনাবাসী ভারতীয় জানান, ওই ভারতীয় যুবককে নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে।

কুণালের বিবরণ অনুযায়ী, “আমি দেখলাম ভারতীয় যুবকের হাতে হাতকড়া পরানো হয়েছে। তিনি কাঁদছেন। তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করা হচ্ছে।” তার পরেই মার্কিন প্রশাসনের সমালোচনা করে ওই অনাবাসী ভারতীয় লেখেন, “উনি (ভারতীয় যুবক) স্বপ্নপূরণ করতে এখানে এসেছিলেন, কারও ক্ষতি করতে নয়। অনাবাসী ভারতীয় হিসাবে অসহায় লাগছে।”

Advertisement

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধবাসী হটানোর যে অভিযান শুরু হয়েছে, তার অঙ্গ হিসাবেই ওই ভারতীয় যুবককে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু ওই যুবকের সঙ্গে এমন ‘পাশবিক’ আচরণ কেন করা হল, তা জানতে চেয়েছেন ওই অনাবাসী ভারতীয়ও।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এই বিষয়ে মুখ খোলে নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট। একটি পোস্ট করে লেখা হয়, “সমাজমাধ্যমে দাবি করা হয়েছে যে নেওয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় অসুবিধার মুখে পড়়েছিলেন। আমরা এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।”

এর আগে অবৈধ ভাবে আমেরিকায় বসবাস করা ভারতীয়দের তিন দফায় বিমানে করে দেশে ফিরিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অন্য দিকে, অভিবাসন-নীতি বিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে রয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। তবে এর পরেও কঠোর অভিবাসন নীতি থেকে সরতে নারাজ ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement