Indian High Commision

গুরুনানকের জন্মদিনে পাকিস্তানের শিখ তীর্থস্থানে পুণ্যার্থীরা, আগাম সতর্ক ভারতীয় দূতাবাস

রবিবারই আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে পাকিস্তানে পৌঁছেছেন ২,৪১৮ জন শিখ পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না পাকিস্তানের ভারতীয় দূতাবাস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১৯:১১
Share:

পাকিস্তানে যাচ্ছেন শিখ পুণ্যার্থীরা। ছবি পিটিআই।

গুরুনানকের জন্মদিন ‘গুরুপরব’ উপলক্ষে পাকিস্তানে যাচ্ছে শিখ পুণ্যার্থীদের একটি দল। তাই স্থানীয় মানুষের সহায়তায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে সে দেশের ভারতীয় দূতাবাস। বর্তমানে পাকিস্তানে অবস্থিত নানকানা সাহিব শিখদের কাছে এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এখানেই জন্মগ্রহণ করেছিলেন শিখ ধর্মগুরু নানক।

Advertisement

গত রবিবারই আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে পাকিস্তানে পৌঁছেছেন ২,৪১৮ জন শিখ পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছেন না পাকিস্তানের ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। দূতাবাসের একটি প্রতিনিধি দল আগেই নানকানা সাহিব-সহ সে দেশের বিভিন্ন গুরুদ্বারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। আগত পুণ্যার্থীদের থাকা এবং খাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে।

শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে জানানো হয়েছে, সোমবার পু্ণ্যার্থীরা পাকিস্তানের শেখপুরায় অবস্থিত সাচ্চা সৌদা এবং মান্ডি চুহারখানা গুরুদ্বারে যাবেন। মঙ্গলবার নানকানা সাহিবে গুরুনানকের জন্মদিন উপলক্ষে হওয়া বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। এর পর লাহোরের দেহরা সাহিব গুরুদ্বার-সহ একাধিক গুরুদ্বারে যাবেন পুণ্যার্থীরা। ১৩ নভেম্বর কর্তারপুর সাহিব হয়ে ফের দেহরা সাহিবে ফেরার কথা তাঁদের। সেখান থেকেই ১৫ নভেম্বর ভারতে ফিরবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement