জার্মানির বনে মেয়র পদের দৌড়ে জয়ী ভারতীয় বংশোদ্ভুত অশোক

জার্মানির বন শহরে মেয়র নির্বাচিত হলেন এক ভারতীয় বংশোদ্ভুত। পূর্বতন পূর্ব জার্মানির এই রাজধানী শহরে অশোক শ্রীধরনের হাত ধরে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতাসীন হল জার্মানির শাসক দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৬
Share:

জার্মানির বন শহরে মেয়র নির্বাচিত হলেন এক ভারতীয় বংশোদ্ভুত। পূর্বতন পূর্ব জার্মানির এই রাজধানী শহরে অশোক শ্রীধরনের হাত ধরে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতাসীন হল জার্মানির শাসক দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)। রাজনৈতিক পর্যবেক্ষকদের সব হিসেব গুলিয়ে দিয়ে শ্রীধরন বিপুল ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন অন্য সব প্রতিদ্বন্দ্বীকে। বিদায়ী মেয়র সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির য়ুরগেন নিম্পৎশের হাত থেকে শ্রীধরন কার্যভার হাতে নেবেন আগামী ২১ অক্টোবর।

Advertisement

অশোকের বাবা ভারত থেকে কর্মসূত্রে জার্মানি গিয়েছিলেন। মা অবশ্য সে দেশেরই। রাজনীতিতে শ্রীধরন নতুন নন। এত দিন তিনি পার্শ্ববর্তী শহর কোয়েনিগসউইন্টারের সহকারী মেয়র হিসেবে কাজ করেছেন। এ বার চ্যান্সেলর এঞ্জেলা মের্কেলের দলের তরফে তিনি বনের মেয়র পদপ্রার্থী হওয়ায় লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আভাস দিয়েছিলেন জার্মানির রাজনৈতিক পর্যবেক্ষকরা। কিন্তু, ফল বলছে প্রতিদ্বন্দ্বীদের কয়েক যোজন পিছনে ফেলেছেন শ্রীধরন। তিনি পেয়েছেন ৫০.০৬ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এসপিডি প্রার্থী পেয়েছেন ২৩.৬৮ শতাংশ আর গ্রিন পার্টির প্রার্থী পেয়েছেন ২২.১৪ শতাংশ ভোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন