Iran-Israel Conflict

ইরানের সেনা সর্বাধিনায়ক-সহ বেশ কয়েক জন শীর্ষ সেনাকর্তা ইজ়রায়েলি হানায় নিহত! মৃত্যু পরমাণু কেন্দ্রের ছয় বিজ্ঞানীরও

নিহত বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসি। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন আবাসন লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৩:০৭
Share:

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরি। ছবি: সংগৃহীত।

ইজ়রায়েলের আচমকা হানায় বেসামাল ইরানের সামরিক বাহিনী। শুক্রবার দুপুর পর্যন্ত ইজ়রায়েলি হানায় মৃত্যু হয়েছে সে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরির। মৃত্যু হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলামালি রশিদের। ইজ়রায়েলি হানায় প্রাণ হারিয়েছেন ইরানের ছ’জন পরমাণু বিজ্ঞানীও। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ প্রত্যেকের মৃত্যুর খবরই নিশ্চিত করেছে।

Advertisement

নিহত বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসি। আইআরএনএ জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন আবাসন লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়।

অন্য দিকে, ইজ়রায়েলের হামলার পরেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই একটি বিবৃতি দিয়ে ইজ়রায়েলকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, খারাপ পরিণতির জন্য ইজ়রায়েল যেন প্রস্তুত থাকে। ইরানের সামরিক বাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইজ়রায়েলে পাল্টা হানার পরিকল্পনা করছে তেহরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে ইজ়রায়েল। ইজ়রায়েলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইজ়রায়েলের বিভিন্ন জায়গা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে ইরান। তবে ওই হামলাগুলি প্রতিহত করা গিয়েছে বলে দাবি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement