ইতিহাস ইরানে

শুধু শপথ নেওয়াটা বাকি। তার পরেই ইতিহাস বদলে যাবে ইরানে। পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ নেবেন ১৭ জন মহিলা। ইরানের ইতিহাসে এই প্রথম পার্লামেন্টে ধর্মগুরুর সংখ্যাকে ছাপিয়ে গেল মহিলা সদস্যরা। ইরানের প্রেক্ষিতে একে বড়সড় রাজনৈতিক পট পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ০২ মে ২০১৬ ০১:৩৮
Share:

শুধু শপথ নেওয়াটা বাকি। তার পরেই ইতিহাস বদলে যাবে ইরানে। পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ নেবেন ১৭ জন মহিলা। ইরানের ইতিহাসে এই প্রথম পার্লামেন্টে ধর্মগুরুর সংখ্যাকে ছাপিয়ে গেল মহিলা সদস্যরা। ইরানের প্রেক্ষিতে একে বড়সড় রাজনৈতিক পট পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। এ বার ইরানের পার্লামেন্টে ঠাঁই হয়েছে ১৬ জন ধর্মগুরুর। ১৯৭৯ সালে প্রথম পার্লামেন্ট নির্বাচন হয়। ২৯০টি আসনের মধ্যে ১৬৪টি আসনে জিতেছিলেন ধর্মগুরুরা। তার পরের বার পার্লামেন্টে ঠাঁই হয়েছিল ১৫৩ জনের। এর পর থেকেই কমতে শুরু করে সংখ্যাটা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement