Iran-Israel Conflict

‘যুদ্ধ শুরু’! ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ প্রস্তাবের পরেই হুঁশিয়ারি খামেনেইয়ের, ইজ়রায়েলকে কঠোর জবাব দেওয়ার আহ্বান

ইরানের উপর গত শুক্রবার থেকে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইজ়রায়েলের উপর। তার মধ্যেই আমেরিকা, ইরান, ইজ়রায়েল একে অপরের বিরুদ্ধে বাক্যবাণ শানাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ০৯:২৮
Share:

(বাঁ দিক থেকে) বেঞ্জামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতোল্লা আলি খামেনেই। —ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চাওয়ার প্রস্তাবে যে তিনি রাজি নন, তা বুঝিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই পর পর পোস্ট করে ‘যুদ্ধ শুরু’র ঘোষণা করলেন তিনি! ইজ়রায়েলকে ‘সন্ত্রাসী ইহুদি সরকার’ বলেও ব্যাখ্যা করেছেন।

Advertisement

খামেনেই তাঁর এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করেন। তবে তাঁর প্রথম পোস্টেই ছিল ‘যুদ্ধ শুরু’র ঘোষণা। সেই যুদ্ধ কার বিরুদ্ধে, তা ওই পোস্টে অবশ্য স্পষ্ট করা হয়নি। ফার্সি ভাষায় করা ওই পোস্টের সঙ্গে খামেনেই একটি ছবিও দেন। তাতে দেখা যাচ্ছে, এক জন ব্যক্তি তরোয়াল হাতে একটি দূর্গের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে। তাঁর পিছনে রয়েছেন অনুগামীরা। আর আকাশ থেকে উল্কা ঝরছে!

সেই পোস্টের পরেই খামেনেই ইজ়রায়েলকে পোস্ট-বাণে বিদ্ধ করেছেন। ওই পোস্টে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা লেখেন, ‘‘আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনও ইহুদিবাদীদের প্রতি দয়া দেখাব না!’’

Advertisement

মঙ্গলবার (ভারতীয় সময়) খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। শুধু খামেনেইকে নয়, ইরান ‘তছনছ’ করে দেওয়ার হুমকিও দেন তিনি। মঙ্গলবার রাতে ট্রাম্প তাঁর নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে কয়েকটি পোস্ট করেন। তাতে তিনি ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেন। এ ছাড়াও, ট্রাম্প মন্তব্য করেন, ‘‘সাধারণ নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না। কিন্তু আমাদের ক্রমশ ধৈর্যচ্যুতি ঘটছে।’’ একই সঙ্গে আরও একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য তিনি কোনও পদক্ষেপ করবেন না। তিনি লিখেছেন, ‘‘আমরা জানি যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাঁকে বার করে (হত্যা!) করব না, অন্তত এখনই নয়।’’ ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে ইরানের অবস্থান স্পষ্ট করলেন খামেনেই। যদিও তিনি সরাসরি ট্রাম্প বা আমেরিকাকে নিশানা করেননি।

শুধু ট্রাম্প নয়, ইজ়রায়েলও খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দেয়। ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাৎজ় ইরাকের ক্ষমতাচ্যুত একনায়ক সাদ্দাম হুসেনের ফাঁসির প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি দেন, ‘‘প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের কী চরম পরিণতি হয়েছিল, ইরান যেন তা মনে রাখে।’’

ইরানের উপর গত শুক্রবার থেকে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইজ়রায়েলের উপর। দুই দেশের সংঘাতের আবহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায়, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, উত্তর-পূর্ব তেহরানে একটি বাঙ্কারে সপরিবার আশ্রয় নিয়েছেন খামেনেই। সেই গোপন ডেরা থেকেই ‘যুদ্ধ শুরু’র কথা বললেন খামেনেই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement