Joshua Kelly

এক হাতে এত সহজে কী ভাবে আস্ত গাছ তুলে ধরলেন এই মহিলা?

ওই মহিলার এই ‘অস্বাভাবিক ক্ষমতা’ দেখে হতচকিয়ে যায় সোশ্যাল মিডিয়া। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাই ভাইরাল। না, ফটোশপের কোনও কারসাজি ছবিটির ভিতরে নেই। তা হলে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৩:১১
Share:

এই ছবিটিই ভাইরাল হয়েছে। জসুয়া কেলির ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।

বাঁ পাশে তাঁর স্বামী ব্রিটিস বক্সার জসুয়া কেলি। বাঁ হাত দিয়ে স্বামীকেই জড়িয়ে রয়েছেন তিনি। আর ডান দিকে? ডান হাতে তুলে ধরেছেন একটা আস্ত গাছ! সম্প্রতি ইনস্টাগ্রামে এই ছবিটিই পোস্ট করেন জসুয়া। তাঁর স্ত্রীর এই ‘অস্বাভাবিক ক্ষমতা’ দেখে হতচকিয়ে যায় সোশ্যাল মিডিয়া। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাই ভাইরাল।

Advertisement

সত্যিই কি তিনি গাছটিকে এক হাতে তুলে নিয়েছেন? নাকি এসবই ফটোশপের কারসাজি?

আরও পড়ুন: আন্টার্কটিকায় খোঁজ মিলল বরফ চাপা ৯১ আগ্নেয়গিরির

Advertisement

ওই মহিলা ডান কাঁধের ব্যাগের হ্যান্ডেল এবং চুলের রং ছবিতে হুবহু গাছের রঙের সঙ্গে মিলে গিয়েছে। আর তাঁদের দাঁড়ানোর পজিশনও ভীষণ ভাবে মিলে গিয়েছে। ফলে ছবিটার দিকে এক ঝলক তাকালে মনে হবে গাছটিকে হাতে তুলে ধরে রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement