মাথা কেটে খুন বৃদ্ধ পুরাতাত্ত্বিক

সৌধশহর পালমাইরার রক্ষক ছিলেন তিনি। তারই খেসারত দিতে হল। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা মাথা কেটে খুন করল পালমাইরার পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন ডিরেক্টর খালিদ আল আসাদকে (৮২)।

Advertisement

সংবাদ সংস্থা

বেইরুট শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:৫৩
Share:

খালিদ আল আসাদ।

সৌধশহর পালমাইরার রক্ষক ছিলেন তিনি। তারই খেসারত দিতে হল। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা মাথা কেটে খুন করল পালমাইরার পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন ডিরেক্টর খালিদ আল আসাদকে (৮২)।

Advertisement

হত্যার পর আসাদের দেহ ঝুলিয়ে দেওয়া হয় শহরের বুকে, মাঝ রাস্তায় একটি ল্যাম্প পোস্টে। সে রকমই একটি ছবি অনলাইনে ছড়িয়ে দেয় আইএস সমর্থকেরা। মুণ্ডহীন, রক্তাক্ত দেহে সাঁটা কাগজের টুকরো দেখে আসাদের পরিচয় জানা গিয়েছে। দেশের পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামাউন আব্দুল করিম খবরটা নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে আইএস-এর হাতে খুন হয়েছেন আসাদ। তাঁর কথায়, অবসরের পরেও পালমাইরা ছেড়ে যাননি আসাদ। বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। পাশাপাশি পালমাইরার সংগ্রহশালা এবং পুরাতত্ত্ব বিভাগের দায়িত্ব সামলেছেন।

মে মাসে পালমাইরার দখল নিয়েছিল আইএস। জুলাইয়ের প্রথম দিকে আসাদকে হেফাজতে নেয় তারা। ঐতিহাসিক সৌধশহরটির যাবতীয় বৃত্তান্ত ঠৌঁটস্থ ছিল আসাদের। পালমাইরায় লুকনো আছে সোনা, জহরত — এমনই খবর ছিল জঙ্গিদের কাছে। আসাদকে আটক করে, তাঁকে চাপ দিয়ে সেই সব তথ্য জানারই চেষ্টা চালাচ্ছিল তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন