বেঞ্জামিন নেতানিয়াহু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাষ্ট্রপুঞ্জের ৮০তম সাধারণ সভায় শুক্রবার প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান জারি রাখার জন্য ইজ়রায়েলবাসীর মনের কথা শুনিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘‘আমাদের দেশকে কাজটা শেষ করতেই হবে।’’ ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওই ঘোষণার প্রতিবাদে রাষ্ট্রপুঞ্জে বহু দেশের প্রতিনিধিই সভা ছেড়ে মাঝপথে বেরিয়ে গিয়েছিলেন।
কিন্তু ইজ়রায়েলি সেনার দখলে থাকা গাজ়া ভূখণ্ডের প্যালেস্টাইনি নাগরিকেরা সে সুযোগ পেলেন না। ফৌজি ঘেরাটোপে লাউড স্পিকারে তাঁরা শুনতে বাধ্য হলেন নেতানিয়াহুর ‘মন কি বাত’। যেখানে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রগুলির সমালোচনা করে বললেন, ‘‘আপনাদের লজ্জাজনক সিদ্ধান্ত সর্বত্র ইহুদি ও যে কোনও সাধারণ মানুষের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদ চলছে, তাকে উৎসাহ দেবে।’’
পশ্চিমি সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, ইজ়রায়েলি সেনার অভিযানে উৎখাত প্যালেস্টাইনি মুসলিমদের শরণার্থী শিবিরগুলি ঘিরে লাউড স্পিকার বসিয়েছিল নেতানিয়াহু সরকার। সেগুলির মাধ্যমেই শোনানো হয় ইজ়রায়েলি প্রধানমন্ত্রীর বক্তৃতা। এরই মধ্যে আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের সঙ্গে পড়শি দেশ জর্ডনের ‘এলেনবি ব্রিজ বর্ডার ক্রসিং’ শুক্রবার থেকে বন্ধ করেছে ইজ়রায়েলি সেনা। এই সীমান্ত কার্যত প্যালেস্টাইনিদের বিদেশযাত্রার এক মাত্র অনুমোদিত পথ। সম্প্রতি নেতানিয়াহু সরকার ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করেছে। আশঙ্কা করা হচ্ছে অবরুদ্ধ ওয়েস্ট ব্যাঙ্কে এ বার সেই কাজ শুরু করবে তারা।
প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ’ সেখানকার নির্বাচিত পরিচালনা করেন। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল। ২০০২ সালের পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার ওয়েস্ট ব্যাঙ্কে ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। সে সময় তারা নতুন কিছু ভূখণ্ডের দখল নিয়েছিল। প্রাথমিক ভাবে এমনই ২২টি এলাকায় ইহুদি বসতি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে তেল আভিভ।